Mamata Banerjee

মুখ্যমন্ত্রীকে আর্জি দুই প্রাক্তন বিধায়কের

জোড়াতালি দিয়ে কিছু কাজ হয়েছে পঞ্চায়েত ও সেচ দফতরের মাধ্যমে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২১ ০৪:২১
Share:

ফাইল চিত্র।

আসন্ন ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের প্রেক্ষিতে যুদ্ধকালীন তৎপরতায় রাজ্য সরকারের যথাযথ পদক্ষেপ এবং নদীবাঁধ সংস্কারের দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন জয়নগর ও কুলতলির দুই প্রাক্তন এসইউসি বিধায়ক তরুণ নস্কর ও জয়কৃষ্ণ হালদার। তাঁদের বক্তব্য, গত বছর আমপান-এর পরে সুন্দরবন সংলগ্ন নদীবাঁধ অধ্যুষিত এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধের সম্পূর্ণ মেরামত হয়নি। জোড়াতালি দিয়ে কিছু কাজ হয়েছে পঞ্চায়েত ও সেচ দফতরের মাধ্যমে। এখন ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে বিস্তীর্ণ এলাকার মানুষ আশঙ্কায় রয়েছেন। দুই প্রাক্তন বিধায়কের আরও বক্তব্য, আমপান-এর সময়ে করোনার হানা গ্রামাঞ্চলে সে ভাবে ছিল না। কিন্তু এখন যা করোনা পরিস্থিতি, তাতে ফ্লাড সেন্টারে গাদাগাদি করে মানুষকে রাখা নিরাপদ নয়।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন