State News

কবিতার ঘায়ে ধর্ম মুর্ছা যাবে!

খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। তার কারণ, কবি-সাহিত্যিকদের বাক-স্বাধীনতা দিতে হবে। প্রতিটি মানুষের বাক-স্বাধীনতা দিতে হবে। কবিতাটি ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে বলে এফআইআর হয়েছে শুনেছি। কিন্তু ধর্ম তো ভাবাবেগের বিষয় নয়! এটা চর্চা থেকে আসে।

Advertisement

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ১৬:০৩
Share:

ছবি: সংগৃহীত।

খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। তার কারণ, কবি-সাহিত্যিকদের বাক-স্বাধীনতা দিতে হবে। প্রতিটি মানুষের বাক-স্বাধীনতা দিতে হবে। কবিতাটি ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে বলে এফআইআর হয়েছে শুনেছি। কিন্তু ধর্ম তো ভাবাবেগের বিষয় নয়! এটা চর্চা থেকে আসে। এর জন্য পরমতসহিষ্ণুতার প্রয়োজন। ধৈর্যের দরকার। আমি এর কিছুটা চর্চা করি বলে বুঝতে পারি। ধর্ম এমন নয় যে কবিতার ঘায়ে মুর্ছা যাবে!

Advertisement

আরও পড়ুন

‘ধর্মীয় ভাবাবেগে আঘাত’! শ্রীজাতের বিরুদ্ধে এফআইআর শিলিগুড়িতে

Advertisement

যিনি কুৎসিত উক্তি করেছেন, তাঁর বিরুদ্ধেই প্রতিবাদ হোক

যাঁরা ধর্ম করেন, রাজনীতি করেন, তাঁদের ধৈর্য ধরতে হবে। যদি কবিতার প্রতিবাদ করতেই হয় তা হলে তাঁরা কবিতা বা প্রবন্ধ লিখে তার প্রতিবাদ করুন। এতে পুলি‌শ বা আদালত কী করবে? এটা আমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement