মাঝরাতে যুবতীর কাছে জল খেতে চেয়েছিল যারা, দরজা খুলে জলের বোতল এগিয়ে দেওয়ার পরে তাদের বিরুদ্ধেই ওই যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠল।
বুধবার রাত ১২টায় ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরার মছলন্দপুরে। সূত্রের খবর, স্বামী-বিচ্ছিন্না ওই যুবতী এক বৃদ্ধাকে দেখাশোনা করতেন। অভিযোগ, সেখানেই হাজির হয় এলাকার তিন যুবক। সকলেই যুবতীর পরিচিত। তারা জল খেতে চায়। যুবতী গেট খুলে জলের বোতল দেন। অভিযোগ, সঙ্গে সঙ্গে যুবতীর মুখ চেপে তাঁকে বাড়ির ভিতরে টেনে নিয়ে যায় যুবকেরা।
বুধবারই বৃদ্ধার নাতি বাদুড়িয়া থেকে এসেছিলেন দিদাকে দেখতে। তিনি বলেন, ‘‘ওরা মেয়েটিকে টানাটানি করছে দেখে প্রতিবাদ করেছিলাম। ওরা মারধর করে, ভয় দেখায়।’’ ওই যুবকের দাবি, আতঙ্কে তিনি আর প্রতিবাদের সাহস পাননি।
যুবতীর দাদা বলেন, ‘‘ওরা বোনকে ঘরে নিয়ে গিয়ে হাত-মুখ কাপড় দিয়ে বেঁধে ধর্ষণ করে।’’ সুরজিৎ মল্লিক ওরফে সুরো, রাজু মল্লিক ও নবাস সরকার নামে তিন জনের নামে থানায় অভিযোগ করেন তিনি। পুলিশ ধরেছে সুরো ও রাজুকে। যুবতীর ডাক্তারি পরীক্ষা হয়েছে।
জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘যুবতীর বয়ান লিপিবদ্ধ করেছি। মূল অভিযুক্ত এক জন হলেও ঘটনাস্থলে আরও দু’জন ছিল, এ ক্ষেত্রে গণধর্ষণের মামলাই করেছি। দু’জন ধরাও পড়েছে।’’