State news

কালনায় জর্জ বেকারকে মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এ দিন বিজেপি-র জনসংযোগ বিস্তার কর্মসূচি উপলক্ষে কালনা গিয়েছিলেন সস্ত্রীক জর্জ। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ বাড়ানোই ছিল ওই কর্মসূচির উদ্দেশ্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০১৭ ১৭:১৮
Share:

পিঠে কালশিটে পড়ে রয়েছে। —নিজস্ব চিত্র।

বিজেপি সাংসদ তথা অভিনেতা জর্জ বেকারকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হল। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কর্মীদের দিকে। শনিবার বেলা সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে বর্ধমানের কালনায়।

Advertisement

এ দিন বিজেপি-র জনসংযোগ বিস্তার কর্মসূচি উপলক্ষে কালনা গিয়েছিলেন সস্ত্রীক জর্জ। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ বাড়ানোই ছিল ওই কর্মসূচির উদ্দেশ্য। কালনা পুরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে বেরিয়ে তাঁরা যখন ৫ নম্বরের দিকে যাচ্ছিলেন, তখনই ওই ঘটনা ঘটে। জর্জ জানিয়েছেন, স্ত্রী অর্পিতার সঙ্গে তিনি দলীয় কর্মসূচি উপলক্ষে বর্ধমান গিয়েছিলেন। বেলা সাড়ে ১২টা নাগাদ তাঁদের গাড়ি যখন ৫ নম্বর ওয়ার্ডের দলীয় অফিসের সামনে দিয়ে যাচ্ছিল, তখন কয়েক জন তৃণমূল কর্মী গাড়ি থামান। দলীয় সাংসদের গাড়ি এ ভাবে মাঝপথে দাঁড় করানো নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে ওই তৃণমূল কর্মীদের বচসা শুরু হয়। শেষপর্যন্ত তা হাতাহাতিতে গড়ায়। এর পর জর্জ গাড়ি থেকে নেমে এলে পিছন থেকে তাঁর উপরে হামলা চালানো হয় বলে ওই অভিনেতার অভিযোগ। লাঠির আঘাতে তাঁর পিঠ বেশ জখম হয়। জর্জ-সহ ৭-৮ জন বিজেপি কর্মী ওই হামলায় জখম হয়েছেন বলে অভিযোগ। তবে, অর্পিতার কিছু হয়নি। কালনা হাসপাতালে জখম জর্জের চিকিত্সা করা হয়েছে।


জর্জ বেকারের সঙ্গে অর্পিতা বেকার

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন কালনার এসডিপিও প্রিয়ব্রত রায়। কালনা পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগও আসেন। আসে পুলিশ। তত ক্ষণে অবশ্য হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন। এই ঘটনায় তাঁদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে চেয়ারম্যান দেবপ্রসাদ বাগের কাছে অভিযোগ জানান জর্জ। দুঃখপ্রকাশ করে রাজ্যের মন্ত্রী এবং তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ বলেন, ‘‘যে বা যাঁরা এই কাজ করেছেন তাঁরা শাস্তি পাবেন।’’ বিজেপি নেতৃত্ব এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন: সবাইকে পিছনে ফেলে রাষ্ট্রপুঞ্জে শিরোপা কন্যাশ্রীর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement