Jal Jeevan Mission

জল জীবন মিশনের ২৫২৫ কোটি টাকা দিন রাজ্যকে! কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দাবি জানালেন তৃণমূল সাংসদেরা

কেন্দ্রীয় মন্ত্রীকে তৃণমূল সাংসদেরা জানিয়েছেন, ২০২৪-’২৫ বছরে জল জীবন মিশনে এ রাজ্যের জন্য কেন্দ্রের বাজেট ধরা হয়েছিল প্রায় ৫০৫০ কোটি টাকা। কিন্তু এখনও পর্যন্ত তাতে বরাদ্দ হয়েছে প্রায় অর্ধেক, ২৫২৫ কোটি টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১৯:১১
Share:

জল জীবন মিশনে বরাদ্দ ক্রমশ কমছিলই। কমতে কমতে ইদানীং তা কার্যত বন্ধই হয়ে গিয়েছে। এতে রাজ্যের উপর স্নায়ুর চাপ বাড়ছে। সঙ্গে আর্থিক চাপও। এই পরিস্থিতিতে প্রকল্পের বকেয়া বরাদ্দ টাকা দাবি করে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সিআর পাটিলের সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদেরা।

Advertisement

তৃণমূলের বক্তব্য, এত দিন পর্যন্ত এই প্রকল্পের বরাদ্দ নিয়ে বড়সড় কোনও সমস্যা হয়নি। গত বছর পর্যন্ত মোটের উপর মসৃণই ছিল মোট খরচে কেন্দ্রের ৫০ শতাংশ অর্থের আসায়। কিন্তু ২০২৪-২৫ আর্থিক বছর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে।

কেন্দ্রীয় মন্ত্রীকে তৃণমূল সাংসদেরা জানিয়েছেন, ২০২৪-’২৫ বছরে জল জীবন মিশনে এ রাজ্যের জন্য কেন্দ্রের বাজেট ধরা হয়েছিল প্রায় ৫০৫০ কোটি টাকা। কিন্তু এখনও পর্যন্ত তাতে বরাদ্দ হয়েছে অর্ধেক, ২৫২৫ কোটি টাকা। অন্য দিকে, এই প্রকল্পে রাজ্যের ভাগের বাজেট ধরা হয়েছিল প্রায় ৪৫৫৭ কোটি টাকা। কিন্তু রাজ্য খরচ করেছে ৪৯২৬ কোটি টাকা। অর্থাৎ কেন্দ্রের থেকে ২৪০১ কোটি টাকা বেশি দিয়েছে রাজ্য।

Advertisement

তৃণমূল সাংসদদের দাবি, ২০২৪-২৫ বর্ষের যে টাকা এখনও বকেয়া রয়েছে, সেই ২৫২৫ কোটি টাকা যাতে শীঘ্রই দেওয়া হয় রাজ্যকে। পাশাপাশিই, ২০২৫-২৬ বর্ষের টাকাও দিতে বলা হয়েছে। ভবিষ্যতে যাতে সময়ে সময়ে বরাদ্দ টাকা দেওয়া হয় রাজ্যকে, সেই দাবিও জানান তৃণমূল সাংসদেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement