Gorkha Janmukti Morcha

শহরে এসে শুভেন্দুর সঙ্গে দেখা করলেন বিমল গুরুং এবং রোশন গিরি! কী নিয়ে হল আলোচনা?

২০২৪ সালের লোকসভা ভোটে প্রকাশ্যেই বিজেপির প্রার্থী রাজু বিস্তার পক্ষে প্রচারে নেমেছিলেন বিমলরা। সে সময় শুভেন্দুর মঞ্চে উঠে প্রচার করতেও দেখা গিয়েছিল তাঁদের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ২৩:২৩
Share:

বাঁদিক থেকে, শুভেন্দু অধিকারী, বিমল গুরুং, রোশন গিরি। —নিজস্ব চিত্র।

কলকাতায় এসে বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন গোর্খা জনমুক্তি মোর্চার দুই শীর্ষনেতা বিমল গুরুং এবং রোশন গিরি। নিজাম প্যালেসে দীর্ঘক্ষণ আলোচনা হয় তাঁদের মধ্যে।

Advertisement

বিজেপির একটি সূত্র জানাচ্ছে, আসন্ন বিধানসভা ভোটে সমঝোতার বিষয়ে শুভেন্দুর সঙ্গে বিমল-রোশনের আলোচনা হয়েছে। ২০২১ বিধানসভা ভোটে পাহাড়ে একক শক্তিতে লড়ে দার্জিলিং এবং কার্শিয়াংয়ে জয়ী হয়েছিল বিজেপি। কালিম্পং আসনে জয়ী হয়েছিলেন অনীত থাপার নেতৃত্বাধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থী।

অন্য দিকে, তৃণমূলের সমর্থনে লড়ে ভরাডুবি হয়েছিল বিমল-রোশনের গোর্খা জনমুক্তি মোর্চার। এর পরে গত লোকসভা ভোটে প্রকাশ্যেই বিজেপির প্রার্থী রাজু বিস্তার পক্ষে প্রচারে নেমেছিলেন বিমলরা। সে সময় শুভেন্দুর মঞ্চে উঠে প্রচার করতেও দেখা গিয়েছিল তাঁদের। বিজেপি একটি সূত্র জানাচ্ছে, কার্শিয়াঙের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার সঙ্গে দলের সমীকরণ এই মুহূর্তে মসৃণ নয়। এই পরিস্থিতিতে শুভেন্দুর সঙ্গে দুই মোর্চা নেতার বৈঠক ইঙ্গিতবাহী বলে মনে করছেন অনেকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement