CV Ananda Bose

রাজ্যপালের সামনে কান্নায় ভেঙে পড়লেন পিংলায় মৃত বিজেপি কর্মীর মা, পাশে থাকার আশ্বাস বোসের

সপ্তাহ দুই আগে মৃত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারী। পরে বিরোধী দলনেতা দাবি করেছিলেন যে, রাজ্যপাল পিংলা যাবেন বলে জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

পশ্চিম মেদিনীপুর শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৪ ১৬:০৮
Share:

রাজ্যপাল সিভি আনন্দ বোস। — ফাইল চিত্র।

পিংলায় মৃত বিজেপি কর্মীর বাড়িতে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তা আগেই জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সকালে রাজ্যপাল পৌঁছে যান পিংলায়। দেখা করেন মৃত বিজেপি কর্মী শান্তনু ঘড়াইয়ের পরিবারের সঙ্গে। রাজ্যপালকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শান্তনুর মা। বার বার তাঁর একটাই প্রশ্ন, ‘‘এ বার আমরা কী নিয়ে বাঁচব?’’ সিবিআই তদন্তের দাবিও জানিয়েছে মৃত বিজেপি কর্মীর পরিবার। তাদের পাশে থাকার আশ্বাস দেন রাজ্যপাল। একই সঙ্গে তিনি বলেন, ‘‘সব অভিযোগ খতিয়ে দেখব।’’

Advertisement

গত ২৩ মার্চ পশ্চিম মেদিনীপুরের পিংলা এলাকার এক ধানক্ষেত থেকে উদ্ধার হয়েছিল বিজেপি কর্মী শান্তনুর রক্তাক্ত দেহ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। বিজেপির ও পরিবারের অভিযোগ, শান্তনুকে খুন করে ধানক্ষেতে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। বাংলার শাসকদল তৃণমূলের দিকেই অভিযোগের তির বিজেপির।

সপ্তাহ দুই আগে মৃত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের নিয়ে রাজভবনে যান শুভেন্দু। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর বাইরে এসে বিরোধী দলনেতা বলেছিলেন যে, তিনি রাজ্যপালকে পিংলায় মৃত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে সব পরিস্থিতি দেখে আসার জন্য অনুরোধ করেছেন। রাজ্যপাল পিংলা যাবেন বলে জানিয়েছেন বলেও দাবি করেছিলেন শুভেন্দু।

Advertisement

সোমবার পিংলায় গিয়ে শান্তনুর বাড়িতে যান রাজ্যপাল। পরিবারের সকলের সঙ্গে কথা বলেন। তার পর বাড়ির বাইরে এসে বোস বলেন, ‘‘কী কারণে খুন হলেন তা অবশ্যই তদন্তসাপেক্ষ। আমি এখানে এসেছি সব কিছু খতিয়ে দেখতে। সাধারণ মানুষকে বিচার দেওয়াই আমার উদ্দেশ্য। সব অভিযোগ খতিয়ে দেখা হবে।’’

তার পরই রাজ্যপাল আবার এক বার শান্তিপূর্ণ ভোটের পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, ‘‘লোকসভা ভোটে কোনও রকম সন্ত্রাসের জায়গা নেই। আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ এবং অবাধ করতে হবে। তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার তা নিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন