Suvendu Adhikari

Kaali Poster Controversy: ‘আপনাদের বেদনা আমি বুঝতে পারছি,’ কালী-বিতর্কে প্রবেশ করলেন রাজ্যপাল ধনখড়

মা কালী নিয়ে সাধুদের দাবিকে সমর্থন জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁরা কৃষ্ণনগরের সাংসদ মহুয়ার গ্রেফতারির দাবি করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২২ ১৯:১৭
Share:

রাজভবনে কালীভক্তদের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছবি: পিটিআই।

মা কালীর অবমাননা প্রসঙ্গে সাধুদের দাবিকে সমর্থন জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মঙ্গলবার বিকেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একদল সাধু রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সেখানেই তাঁর হাতে একটি স্মারকলিপি তুলে দেন সাধুরা। রাজভবনের উদ্যোগেই সাধুদের বসার বন্দোবস্ত করা হয়েছিল। সেখানে তাঁদের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলে তাঁদের দাবিদাওয়া প্রসঙ্গে জানতে চান ধনখড়।

Advertisement

সাধুদের সঙ্গে আলাপ-আলোচনা শেষে বক্তিতা শুরু করেন রাজ্যপাল। রাজ্যপাল বলেন, ‘‘মা কালী শুধু বাংলারই আরাধ্য দেবী নন, তিনি সারা দেশের কাছে পূজিতা একজন দেবী। ভারতের মানুষের সঙ্গে দেবী কালীর আত্মার সম্পর্ক। তাঁর অবমাননার অভিযোগ নিয়ে আপনারা আমার কাছে এসেছেন। আপনারা যে কত বেদনা থেকে আমার কাছে এসেছেন, তা আমি বুঝতে পারছি।’’ তিনি আরও বলেন, ‘‘আমি জানি, আপনারা অনেক সহ্য করেছেন। এই সহ্যশক্তি দেন মা কালী। আমি আপনাদের সব দাবি সমর্থন করছি।’’

ধনখড় বলেন, ‘‘এখানে তোষণের রাজনীতি চলছে। এই তোষণের রাজনীতি আমাদের ভয়ঙ্কর দিকে নিয়ে চলে যাবে। এই তোষণনীতির ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন আপনারাই। তার ফলস্বরূপ এই ধরনের ঘটনা ঘটছে। আমাদের সকলকে এই তোষণের রাজনীতির বিরুদ্ধে সরব হতে হবে।’’

Advertisement

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সাধুরা জানান, তাঁরা অবিলম্বে সাংসদ মহুয়া মৈত্রর গ্রেফতারি দাবি করেছেন। সঙ্গে তাঁর সাংসদ পদ থেকেও ইস্তফা দাবি করেছেন। রাজ্যপালের কাছে নিজেদের দাবিদাওয়া জানিয়ে তাঁরা আশ্বস্ত বলেও জানিয়েছেন তাঁরা। সাংসদ মহুয়া অবশ্য এই বিতর্কে আর কোনও মন্তব্য করতে চাননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন