ফের খোঁচা রাজ্যপালের

অশান্তির দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শাসক দলের নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ০১:৩০
Share:

—ফাইল চিত্র।

শাসক শিবিরের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই ফের মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। একটি অনুষ্ঠানে রবিবার তাঁর পরামর্শ, বর্ষীয়ান মন্ত্রীরা কিছু বলার আগে সরকারের কাছ থেকে বিষয় সম্পর্কে জেনে নিন। শুধু তা-ই নয়, সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষিতে নিজের অবস্থানের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য এ নিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি।

Advertisement

অশান্তির দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শাসক দলের নেতারা। সরকারকে না জানিয়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাজ্যপাল ঠিক করেননি বলে মন্তব্য করেছিলেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে তাঁর নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এই পরিস্থিতিতে মন্ত্রীদের উদ্দেশে রাজ্যপাল এ দিন ফের বলেন, ‘‘খোঁজ নিন, আমার প্রতিটি পদক্ষেপ সরকারকে লিখিত ভাবে জানানো ছিল।’’ রাজ্যপালের এ দিনের বক্তব্য সম্পর্কে পার্থবাবু বলেন, ‘‘রাজ্যপালের সব কথার জবাব দেওয়া ঠিক হবে না। তবে তিনি যা বলছেন, রাজ্যবাসী তা শুনছেন। তাঁরাই বিবেচনা করবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন