বসুর নামে কেন্দ্র, পুরনো জমির আর্জি

আগামী ৮ জুলাই বসুর জন্মদিনের আগেই এই বিষয়ে নির্দিষ্ট ঘোষণা হয়ে যাক, এমনই চাইছে তারা। পাঁচ কোটি টাকা দিয়ে যে পাঁচ একর জমি কেনা হয়েছিল, সেই জমি হস্তান্তরের জন্য গত সপ্তাহে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন সিপিএম নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৯ ০৩:২৬
Share:

প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নামে গবেষণা কেন্দ্রের জন্য রাজারহাটে যে জমির দাম মেটানো হয়েছিল, সেই জমিই তাদের হাতে তুলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাল সিপিএম। আগামী ৮ জুলাই বসুর জন্মদিনের আগেই এই বিষয়ে নির্দিষ্ট ঘোষণা হয়ে যাক, এমনই চাইছে তারা।

Advertisement

পাঁচ কোটি টাকা দিয়ে যে পাঁচ একর জমি কেনা হয়েছিল, সেই জমি হস্তান্তরের জন্য গত সপ্তাহে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন সিপিএম নেতারা। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ওই জমির একাংশে মামলা আছে। বিকল্প জমি দেখা যেতে পারে।

কিন্তু মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে তাঁকে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী জানান, মামলার কোনও তথ্য পাওয়া যায়নি। তাই পুরনো জমিই তাঁদের দেওয়া হোক। মুখ্যমন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement