সাংসদ কুণালের টাকা নিয়ে চূড়ান্ত শুনানি

জেলে বসে তাঁর সাংসদ তহবিলের টাকা বিভিন্ন সংস্থাকে দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ। কলকাতা পুরসভা থেকে সেই টাকা সংশ্লিষ্ট সংস্থার কাছে পৌঁছনোর কথা ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৭ ০২:২৪
Share:

জেলে বসে তাঁর সাংসদ তহবিলের টাকা বিভিন্ন সংস্থাকে দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন তৃণমূলের সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ। কলকাতা পুরসভা থেকে সেই টাকা সংশ্লিষ্ট সংস্থার কাছে পৌঁছনোর কথা ছিল। সেই তালিকায় রাজ্যের কয়েকটি থানা ও সংশোধনাগারও ছিল। সাংসদ তহবিলের টাকায় রাজ্যের থানা ও জেল সংস্কারের কাজ করতে চেয়েই ওই টাকা দিতে চেয়েছেন তিনি। কিন্তু ২০১৩ সালের নভেম্বর মাসে কুণালের করা সেই সুপারিশের টাকা এখনও ছাড়েনি কলকাতা পুরসভা। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কুণাল। কেন এখনও সেই টাকা ছাড়া হয়নি, তা জানতে আদালত আগেই কলকাতা পুরসভার কাছ থেকে রিপোর্ট চেয়েছিল। কুণালের ঘনিষ্ঠ মহলের দাবি, বৃহস্পতিবার পুরসভার তরফ থেকে যে রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়, তা দেখে সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি দেবাংশু বসাক। পুরসভার তরফে আইনজীবী অশোক কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিচারপতি রিপোর্টটিতে চোখ বুলিয়ে তার প্রতিলিপি কুণালের আইনজীবীদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। সেটা আমরা দিয়ে দিয়েছি।’’ ১৮ জানুয়ারি এ নিয়ে চূড়ান্ত শুনানি হবে বলেও জানান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement