গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
পশ্চিমবঙ্গের ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। আগামী সোমবার শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি। এর আগেও সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি পিছিয়ে দিয়েছিল।
২০২৪ সালের ২২ মে ওবিসি নিয়ে প্রথম রায় দিয়েছিল কলকাতা হাই কোর্ট। বলা হয়েছিল, ২০১০ সালের পরে রাজ্যের তালিকায় যত ওবিসি সম্প্রদায় যুক্ত হয়েছে, তা বাতিল। ২০১০ সালের পর থেকে জারি করা সমস্ত ওবিসি শংসাপত্রও বাতিল করে দেওয়া হয়। তার আগে রাজ্যে ওবিসি হিসাবে ৬৬টি সম্প্রদায় স্বীকৃত ছিল। বলা হয়, সামাজিক, আর্থিক এবং পেশাগত ভাবে সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করে নতুন করে ওবিসি তালিকা প্রকাশ করতে হবে রাজ্যকে। সেই অনুযায়ী রাজ্য একটি সমীক্ষা করে ওবিসি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল। কিন্তু তার বিরুদ্ধেও হাই কোর্টে মামলা হয়।
গত ১৭ জুন এই সংক্রান্ত মামলায় রাজ্যের বিজ্ঞপ্তির উপরে স্থগিতাদেশ দেয় হাই কোর্ট। রাজ্য উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। গত ২৮ জুলাই ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় হাই কোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। হাই কোর্টের ওই রায় নিয়ে প্রশ্ন উঠেছিল শীর্ষ আদালতে। গত ১১ অগস্ট সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সময়ের অভাবে মামলাটি ওঠেনি। পরের দিনও শীর্ষ আদালতের তালিকায় এই মামলাটি না-থাকায় রাজ্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিল। তখন শুনানি পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়েছিল। সোমবার আবার সেই শুনানি পিছিয়ে দিল শীর্ষ আদালত।
প্রসঙ্গত, ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলার সঙ্গেই জয়েন্টের ফলপ্রকাশ সংক্রান্ত মামলাটি জুড়ে ছিল। তবে রাজ্যের তরফে জয়েন্টের ফলসংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। গত শুক্রবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে জয়েন্টের ফলপ্রকাশ সংক্রান্ত বিষয়ে শুনানি হয়। সেই শুনানিতে হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ওই দিন জয়েন্টের ফলপ্রকাশ হয় রাজ্যে।