দুবাইয়ে ৩২ ডিগ্রি, কলকাতায় ৪২! কেন জানেন?

গনগনে শুকনো হাওয়ায় পুড়ছে কলকাতা। উত্তর বা দক্ষিণ ভারতের বড় শহরগুলোয় সর্বোচ্চ তাপমাত্রা যেখানে ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সেখানে পূর্ব ভারতের তাপমাত্রা অধিকাংশ জায়গাতেই ৪০ ছাড়িয়েছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি। স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৬ ১৭:২৯
Share:

গনগনে শুকনো হাওয়ায় পুড়ছে কলকাতা। উত্তর বা দক্ষিণ ভারতের বড় শহরগুলোয় সর্বোচ্চ তাপমাত্রা যেখানে ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সেখানে পূর্ব ভারতের তাপমাত্রা অধিকাংশ জায়গাতেই ৪০ ছাড়িয়েছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি। স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি বেশি গরম থাকলেই তাকে তাপপ্রবাহ বলা হয়। প্যাচপ্যাচে ঘামের গরমে অভ্যস্ত এই শহরে পরপর কদিন ধরেই শুকনো হাওয়ার দাপট। পুরুলিয়া, আসানসোলের মতো এধরণের শুকনো গরম এ শহরে খুব একটা দেখা যায় না। পরপর এত দিন তো নয়ই। কিন্তু কেন এমন হচ্ছে?

Advertisement

আবহাওয়াবিরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় এ শহরে প্রচুর জলীয় বাষ্প ঢোকায়। এই জলীয় বাষ্পই আর্দ্র এবং ঠান্ডা করে হাওয়াকে। সম্প্রতি দুর্বল হয়েছে এই উচ্চচাপ বলয়। ফলে ঝাড়খণ্ডের দিক থেকে যে শুকনো হাওয়া বরাবরই ঢোকে এখানে, এ বার তাকে সামলানোর মতো জলীয় বাষ্প নেই বাতাসে। তাই, তাপমাত্রা বেড়েই চলেছে।কেন জানেন?

শহর সর্বোচ্চো তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস)

Advertisement

ভুবনেশ্বর ৪৫

কলকাতা ৪২

পটনা ৪১

রাঁচি ৪০

দিল্লি ৩৫

মুম্বই ৩৫

বেঙ্গালুরু ৩৫

চেন্নাই ৩৪

করাচি ৩৪

ঢাকা ৩৪

দোহা ৩৩

দুবাই ৩২

কুয়েত সিটি ৩২

লাহৌর ৩১

ইসলামাবাদ ২৬

আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়ার মতো দক্ষিণবঙ্গের শুকনো গরমের অঞ্চলগুলোয় তাপমাত্রা উঠেছে ৪৪ ডিগ্রি পর্যন্ত।

পূর্ব ভারতে সবথেকে বেশি গরম ভুবনেশ্বরে। সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি। পটনা ৪১, রাঁচি ৪০ ডিগ্রি সেলসিয়াস।

এ বার এক নজরে দেখে নিই ভারত সহ দক্ষিণ এশিয়ার কিছু বড় শহরে আজকের সর্বোচ্চ তাপমাত্রার তালিকা।

আরও পড়ুন:
এই গরমে রোদে বেরোলে যে ১০ দিক খেয়াল রাখতেই হবে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন