West Bengal News

ভারী বৃষ্টিতে আলিপুরদুয়ারে বন্যা পরিস্থিতি, লাল সঙ্কেত জারি তোর্সায়

প্রবল বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার। তোর্সার অসংরক্ষিত এলাকায় জারি হল লাল সতর্কবার্তা। গত কয়েক দিন ধরেই ভুটানের পাহাড়ী এলাকায় ভারী বৃষ্টির কারণে জল বেড়েছে তোর্সা-সহ কালচিনি, সিসামারা, বুড়িবাসরা, বানিয়া নদীতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ২২ জুলাই ২০১৬ ১৪:১০
Share:

প্রবল বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার। তোর্সার অসংরক্ষিত এলাকায় জারি হল লাল সতর্কবার্তা। গত কয়েক দিন ধরেই ভুটানের পাহাড়ী এলাকায় ভারী বৃষ্টির কারণে জল বেড়েছে তোর্সা-সহ কালচিনি, সিসামারা, বুড়িবাসরা, বানিয়া নদীতে। ফলে শালকুমার হাটের নতুন পাড়া, ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ, ঝরনাবস্তির বিভিন্ন এলাকা জলমগ্ন। এরই মধ্যে কালচিনি ব্লকের পানা নদীতে জল বাড়ায় হ্যামিল্টনগঞ্জ-সহ কালচিনির বিস্তির্ণ এলাকাতে ঢুকছে জল। বুড়িবাসরা এবং বানিয়া নদীর জল ঢুকে জলমগ্ন হয়ে গিয়েছে কালচিনি ব্লকের নিন্দাবাড়ি এলাকার সাকালি এবং নাকাডালা। প্রশাসনের তরফে জানা গিয়েছে, আলিপুরদুয়ারে প্রায় ২০০০ মানুষ বন্যা কবলিত। জেলাশাসক দেবীপ্রসাদ কর্ণম জানিয়েছেন, ‘‘বেশ কিছু এলাকায় লাল সঙ্কেতবার্তা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত ২০ কুইন্টাল শুকনো খাবার বিতরণ করা হয়েছে বন্যা কবলিত পরিবারগুলোর মধ্যে। গ্রাম পঞ্চায়েত প্রধান এবং বিডিওদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।’’

Advertisement

আরও পড়ুন: কাশ্মীরে ছররা এড়াতে কমিটি গড়ল সরকার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন