মাত্র দেড় ঘণ্টার তুমুল বৃষ্টিতে কার্যত জলের তলায় ডুবে কলকাতা। কিছু ক্ষণের জন্য ব্যাহত হয়ে যায় শহরের যান চলাচল। ব্রেবোর্ন রোড, ই এম বাইপাস, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া, সল্টলেক, রাসবিহারী, পার্ক সার্কাস কানেক্টরের মতো শহরের গুরুত্বপূর্ণ জায়গায় জল জমে যাওয়ায় ব্যপক যানজট তৈরি হয়েছে।
এ ছাড়াও কাঁকুড়গাছি, ধর্মতলা, মুক্তারাম বাবু স্ট্রিট, স্ট্র্যান্ড রোড, হেস্টিংস, সাদার্ন অ্যাভিনিউ, ভিআইপি রো়ড-সহ বিভিন্ন জায়গা অন্তত হাঁটু জলের তলায়। এ দিন বিকেল পৌনে পাঁচটা নাগাদ কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি নামে। টানা দেড় ঘণ্টা ধরে চলে ভারী বর্ষণ। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, নিম্নচাপের কারণে পুঞ্জীভূত মেঘ থেকেই এই বৃষ্টি। আগামিকালও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরে প্রবল বর্ষা হচ্ছে এই খবর পেয়েই রোম থেকে গোটা পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন করে গোটা পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশও দিয়েছেন তিনি। ববি হাকিম, অরূপ বিশ্বাস এবং মেয়রের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁদের কাছ থেকে মুখ্যমন্ত্রী বর্ষার গোটা চিত্রটি সম্পর্কে জেনে নিয়েছেন।
আরও পড়ুন: মেধা তালিকার ভিত্তিতেই ভর্তি করতে হবে, কেপিসি-কে নির্দেশ হাইকোর্টের