Canning

দুর্গতদের পাশে

সংগঠনের তরফে প্রসেনজিৎ বসু জানিয়েছেন, গ্রামবাসীদের সুবিধার্থে খালের উপরে একটি বাঁশের পুল নির্মাণ শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০২০ ০৫:৫০
Share:

ক্যানিং-২ ব্লকে কমিউনিটি কিচেন (বাঁ-দিকে)। চলছে বাঁশের পুল মেরামতির কাজ। —নিজস্ব চিত্র।

ঘূর্ণিঝড় ‘আমপান’-এ ক্ষতিগ্রস্ত ক্যানিং-২ ব্লকের আওতা ও খুচিতলা গ্রামের বাসিন্দাদের সাহায্যে এগিয়ে এল ‘ইয়ং বেঙ্গল’। ওই সংগঠনের উদ্যোগে আওতা গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালু করা হয়েছে একটি কমিউনিটি কিচেন, যেখান থেকে একশোর বেশি মানুষকে এক বেলা করে রান্না করা ভাত-ডাল-সব্জি দেওয়া হবে। সংগঠনের তরফে প্রসেনজিৎ বসু জানিয়েছেন, গ্রামবাসীদের সুবিধার্থে খালের উপরে একটি বাঁশের পুল নির্মাণ শুরু হয়েছে। সঙ্কটের সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে যাঁরা ইচ্ছুক, তাঁদের ‘ইয়ং বেঙ্গল’-এর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার আবেদনও জানিয়েছন প্রসেনজিতেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন