লেকটাউনে রামনবমী পুজোর অনুমতি দিল হাইকোর্ট

দক্ষিণ দমদম পুরসভা এলাকার লেকটাউনে রামনবমী পুজো করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন পুজোর উদ্যোক্তাদের পুজো করার জন্য অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন ওই পুর কর্তৃপক্ষকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ২০:২৭
Share:

—ফাইল চিত্র

দক্ষিণ দমদম পুরসভা এলাকার লেকটাউনে রামনবমী পুজো করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

Advertisement

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন পুজোর উদ্যোক্তাদের পুজো করার জন্য অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন ওই পুর কর্তৃপক্ষকে। বিচারপতি টন্ডন একই সঙ্গে পুজোর উদ্যোক্তাদেরও নির্দেশ দিয়েছেন স্থানীয় থানা ও দমকলের কাছে পুজোর অনুমতির চেয়ে আবেদন জনাতে। বুধবার লেকটাউন ও যশোহর রোডের মোড়ে রামনবমী পুজোর আয়োজন করেছে স্থানীয় বাসিন্দাদের একাংশ।

আরও খবর: কেন্দ্রকে ‘পাল্টা’ রাজ্যের? ইডির দফতরে তল্লাশি চালাবে কলকাতা পুলিশ

Advertisement

সরকারি কৌঁসুলি তালে মাসুদ সিদ্দিকি জানান, পুজোর অনুমতি দিতে রাজ্য সরকারের আপত্তি নেই। কিন্তু পুলিশ ও দমকলের অনুমতি নিতে হবে। বিচারপতি টন্ডন পুজোর অনুমতি দেওয়ার জন্য পুরকর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার পাশাপাশি এ দিন পর্যবেক্ষণ করেছেন, অনুমতি দেওয়া নিয়ে যে অনীহা দেখিয়েছেন ওই পুরসভা কর্তৃপক্ষ তা দুর্ভাগ্যজনক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement