রানাঘাটে সন্ন্যাসিনী ধর্ষণের মামলার শুনানি কলকাতার নগর দায়রা আদালতে করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ মেনে সোমবার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক শুভ্রা ঘোষ মামলাটি অতিরিক্ত জেলা জজ কুমকুম সিংহের আদালতে পাঠিয়ে দিলেন। আগামী ১৩ জুন মামলাটির শুনানি ধার্য হয়েছে।
গত বছর মার্চ মাসে রানাঘাটের একটি মিশনারি স্কুলের ভিতরে ঢুকে এক দল দুষ্কৃতী ডাকাতি করে ও সেখানকার ৭১ বছর বয়সী এক সন্ন্যাসিনীকে ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ ওই ঘটনায় সাত জন দুষ্কৃতীকে গ্রেফতার করে। ঘটনার পরে ওই সন্ন্যাসিনী দিল্লিতে চলে যান। তিনি আদালতে জানান, নিজের নিরাপত্তার কারণে তিনি রানাঘাট আদালতে সাক্ষ্য দিতে যেতে পারবেন না। গত ৬ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুদীপ অহলুওয়ালিয়া মামলাটির শুনানি কলকাতার নগর দায়রা আদালতে করানোর নির্দেশ দেন।
আরও পড়ুন- রাস্তায় কেউ গুলি চালাতেই পারে, বললেন নীতীশ