রাজনৈতিক স্বার্থেই জনস্বার্থ মামলা, মন্তব্য হাইকোর্টের

আদলতে জনস্বার্থ মামলা দায়ের করার ক্ষেত্রে আবেদনকারীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিলেন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। শুক্রবার বিজেপি-র করা একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের মন্তব্য, ‘‘জনস্বার্থের মামলা এখন রাজনৈতিক স্বার্থের মামলায় পরিগণিত হয়েছে। প্রচার পাওয়ার জন্যই এই ধরনের মামলা করা হচ্ছে।’’

Advertisement

নিজস্ব সংবাদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৩৫
Share:

আদলতে জনস্বার্থ মামলা দায়ের করার ক্ষেত্রে আবেদনকারীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিলেন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর।

Advertisement

শুক্রবার বিজেপি-র করা একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের মন্তব্য, ‘‘জনস্বার্থের মামলা এখন রাজনৈতিক স্বার্থের মামলায় পরিগণিত হয়েছে। প্রচার পাওয়ার জন্যই এই ধরনের মামলা করা হচ্ছে।’’ এখানেই ক্ষান্ত দেননি প্রধান বিচারপতি। তাঁর হুঁশিয়ারি: ‘‘রাজনৈতিক স্বার্থে এই ধরনের জনস্বার্থের মামলা দায়ের হলে আবেদনকারীর এক লক্ষ টাকা জরিমানা উচিত।’’

এ দিন শুনানির সময় ডিভিশন বেঞ্চ আবেদনকারীর আইনজীবীর কাছে একটি নির্দিষ্ট বিষয়ে জানতে চেয়েছিল। তাদের প্রশ্ন ছিল, কোন তথ্যপ্রমাণের ভিত্তিতে ওই মামলা করা হয়েছে? আবেদনকারীর আইনজীবী আদালতকে বলেন, এই মুহূর্তে তাঁদের হাতে কোনও তথ্যপ্রমাণ নেই। তাঁরা ওই তথ্য পাওয়ার জন্য তথ্য জানার অধিকার আইনে আবেদন করেছেন। এই মামলাটি খারিজ করে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, পরবর্তী সময়ে তথ্যপ্রমাণ হাতে নিয়ে যেন আবেদন করা হয়।

Advertisement

জনস্বার্থের আবেদনটি কী ছিল? গত ২৭ জুলাই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় হাইকোর্টে জনস্বার্থের মামলা দায়ের করে জানতে চেয়েছিলেন, সরকারি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে কী করে একটি কুকুরের ডায়ালিসিস করানোর চেষ্টা হয়? মানুষের হাসপাতালে কুকুরের ডায়ালিসিস করানোর ওই উদ্যোগের পিছনে কার কার হাত ছিল, কোন কোন চিকিৎসককে ডায়ালিসিস করানোর কাজে নিযুক্ত করা হয়েছিল, কুকুরটিই বা কার— এই সব প্রশ্নেরও জবাব চেয়ে আদালতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেন লকেট।।

এরই পাশাপাশি, এ দিনই সুপ্রিম কোর্টে বীরভূমের দলীয় কর্মী সদাই শেখের জামিনের আবেদন সংক্রাম্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে বিজেপি। দলীয় সূত্রে এ খবর জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement