Firhad Hakim

অক্সিজেন চাই, কলকাতা পুরসভাকে ৫০টি কনসেনট্রেটর দিয়ে সাহায্য করল বাণিজ্যিক সংস্থা

পুরসভা সূত্রে খবর, কনসেনট্রেটরের সুবিধা আপাতত গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ ও বন্দর এলাকার লোকেরা পাবেন। পুরসভা এখন স্থানীয় ক্লাব বা স্বেচ্ছাসেবী সংস্থার হাতে এগুলো তুলে দেবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০২১ ১৭:৩৫
Share:

ফিরহাদ হাকিমের হাতে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর তুলে দিল হিন্দুস্তান ইউনিলিভার।

কলকাতা শহরের অক্সিজেনের সঙ্কটের মোকাবিলায় এগিয়ে এল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান। শুক্রবার কলকাতা পুরসভার প্রধান প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের হাতে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর তুলে দিল হিন্দুস্তান ইউনিলিভার। আপাতত বন্দর এলাকায় ওই কনসেনট্রেটরগুলি ব্যবহার করা হবে। যা ঘটনাচক্রে, ফিরহাদের বিধানসভা কেন্দ্র।

Advertisement

করোনা অতিমারির ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য ব্যবহৃত অক্সিজেনের ঘাটতি দেখা যায়। অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনাও ঘটেছে। অক্সিজেন সঙ্কট মেটাতে সরকারের পক্ষ থেকেও একাধিক পদক্ষেপ করা হয়। এগিয়ে আসে অনেক বেসরকারি সংস্থাও। যেমন এগিয়ে এল এই বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান। শুক্রবার বন্দরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদের হাতে ৫০টি কনসেনট্রেটর তুলে দিয়ে সংস্থার তরফে ফ্যাক্টরি ম্যানেজার পারো শর্মা বলেন, ‘‘করোনা পরিস্থিতিতে এর আগে আমরা মাস্ক, স্যানিটাইজার বিলি করেছি। এখন অক্সিজেনের ঘাটতি রয়েছে। এর থেকে শহরবাসীকে কিছুটা রেহাই দিতে আমরা কনসেনট্রেটরগুলি পুরসভার হাতে তুলে দিলাম।"

পুরসভা সূত্রে খবর, কনসেনট্রেটরের সুবিধা আপাতত গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ ও বন্দর এলাকার লোকেরা পাবেন। পুরসভা স্থানীয় ক্লাব বা স্বেচ্ছাসেবী সংস্থার হাতে কনসেনট্রেটরগুলি তুলে দেবে। তারাই প্রয়োজন মতো সেগুলি মানুষের কাছে পৌঁছে দেবে। ফিরহাদ বলেন, ‘‘এর আগেও আমরা অক্সিজেন কনসেনট্রেটর দিয়ে শহরবাসীকে সাহায্য করেছি। এ বার হিন্দুস্তান ইউনিলিভার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রয়োজন অনুসারে আমরা তা মানুষের কাছে পৌঁছে দেব। যাঁদের লাগবে, তাঁরা ফোন করে সাহায্য নিতে পারেন। বিনামূল্যে তাঁদের কাছে অক্সিজেন পৌঁছে যাবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement