Hooghly

‘টাকা-সোনা ঠিক আছে, তা বলে আমার ফেসওয়াশও চুরি’! কুম্ভ থেকে ফিরেই থানায় গেলেন হুগলির বধূ

সঙ্গীতা ভদ্রেশ্বরের লিচুবাগানের বাসিন্দা। গত ২৫ জানুয়ারি স্বামী রাহুল, শ্বশুর শ্যামাপ্রসাদ এবং পরিচিত আরও কয়েক জনের সঙ্গে প্রয়াগরাজে গিয়েছিলেন তিনি। শনিবার তাঁরা বাড়ি ফেরেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫১
Share:

সঙ্গীতা কবিরাজ। —নিজস্ব চিত্র।

মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়েছিল গোটা পরিবার। বাড়ি ফিরে হতবাক সকলে। সব চুরি হয়ে গিয়েছে! তালা ভেঙে ঢুকে সোনাগয়না-টাকাপয়সা সব নিয়ে গিয়েছে চোর। বাদ যায়নি সাধের ফেসওয়াশও! সেটাও চুরি করেছে সে। এমন চোরকে শায়েস্তা করতে থানায় ছুটলেন হগলির ভদ্রেশ্বরের বাসিন্দা সঙ্গীতা কবিরাজ।

Advertisement

সঙ্গীতা ভদ্রেশ্বরের লিচুবাগানের বাসিন্দা। গত ২৫ জানুয়ারি স্বামী রাহুল, শ্বশুর শ্যামাপ্রসাদ এবং পরিচিত আরও কয়েক জনের সঙ্গে প্রয়াগরাজে গিয়েছিলেন তিনি। শনিবার তাঁরা বাড়ি ফেরেন। ফিরেই দেখেন বাড়িতে চুরি হয়েছে। সঙ্গীতা জানান, ঘরের তিনটি আলমারি খুলে দু’টি হাতঘড়ি, সোনার মঙ্গলসূত্র, টাকাপয়সা এবং একটি দামি ক্যামেরা চুরি করে নিয়ে গিয়েছে চোর।

আর চুরি গিয়েছে সঙ্গীতার ফেসওয়াশ! বধূ বলেন, ‘‘আমার ফেসওয়াশটাও নিয়ে গিয়েছে চোর। আমি চাইব, আমার চুরি যাওয়া জিনিস যেন ফেরত পাই। আর চোরকে পুলিশ ধরলে তাকে পেটাতে চাইব। এ রক ছ্যাঁচড়ামি করে কেউ চুরি করে?’’

Advertisement

সঙ্গীতার প্রতিবেশী পিয়ালী ভট্টাচার্য বলেন, ‘‘শনিবার রাতে কুকুর ডাকছিল খুব। ভাবলাম, এ রকম তো হয়েই থাকে। আজ যখন পুলিশ এল, জানতে পারলাম চুরি হয়েছে।’’

চোরকে ধরতে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন সঙ্গীতা। ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement