চাষের দিশা

বোরো ধানের পরিচর্যা

বোরো ধান যাঁরা কিছুটা আগে লাগিয়েছিলেন, তাঁদের দানা পেকে গিয়েছে। কারও দানাতে দুধ তৈরি হওয়ার সময়। মোট কথা ফুল আসার পরে এখন বংশবৃদ্ধি অবস্থায় রয়েছে ধান গাছ।

Advertisement

পারমিতা ভৌমিক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৬ ০০:১৫
Share:

বোরো ধান যাঁরা কিছুটা আগে লাগিয়েছিলেন, তাঁদের দানা পেকে গিয়েছে। কারও দানাতে দুধ তৈরি হওয়ার সময়। মোট কথা ফুল আসার পরে এখন বংশবৃদ্ধি অবস্থায় রয়েছে ধান গাছ। এই সময় শিসকাটা লেদা ও গন্ধীবাগ এবং ভুষো রেগের আক্রমণ ঘটে থাকে। শিসকাটা লেদা ধানের শিস ও পাতা রাত্রিবেলা কেটে দেয়। ঘাস বা খড়ের ঢিবি ক্ষেতের মাঝে মাঝে রেখে দিলে তার মধ্যে এরা লুকিয়ে থাকে। সকালে ওই ঢিবি কেরোসিন মেশানো জলে ডোবালে পোকা মারা যায়। আবার হাল্কা সেচ দিলে পোকার আক্রমণ ঘটে। প্রতি লিটার জলে ০.৭৫ মিলি ডাইক্লোরভস বা ১.৫ গ্রাম বি.টি গুলে বিকেলের দিকে স্প্রে করলে ভাল ফল পাওয়া যাবে। ফুল আসার পরে দানাতে দুধ তৈরি হওয়ার সময় গন্ধীবাগ রস চুষে নেওয়ার ফলে দানায় বাদামি দাগ হয়ে যায় ও দানা চিটে হয়ে যায়। ফলে ফসলের গুণমান কমে যায়। গন্ধীবাগের ক্ষেত্রে শামুক বা কেঁচোর মাংসের সঙ্গে কয়েক ফোঁটা কীটনাশক মিশিয়ে একর প্রতি ২০টি টোপ ধানশিসের লেভেল বরাবর বেঁধে দিতে হবে বা প্রতি লিটার জলে ০.৭৫ মিলি ডাইক্লোরভস গুলে স্প্রে করতে হবে। ভুষো রোগের ক্ষেত্রে দানা ছত্রাকের আক্রমণে ফেটে যায় ও ফাটা দানার উপরে কালচে সবুজ বৃদ্ধি লক্ষ করা যায়। ধান রোয়ার ২০ দিন পর থেকে নিয়মিত গোবর-গোমূত্র মিশ্রণ স্প্রে করলে এই রোগের সংক্রমণের সম্ভাবনা কমে যায়। ফুল আসার পরে সিউডোমোনাস ফ্লুরোসেন্স স্প্রে করা যেতে পারে।

Advertisement

লেখিকা মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ (শস্য সুরক্ষা)।

Advertisement

চাষের দিশা, আনন্দবাজার পত্রিকা, ৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা ৭০০০০১। district@abp.in

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন