Nandigram girl died in Singur

সিঙ্গুরের নার্সিংহোমে নন্দীগ্রামের তরুণীর ঝুলন্ত দেহ! নার্সের কাজে যোগ দিয়েছিলেন তিন দিন আগেই, পরিবারের দাবি, ‘খুন’

দিন তিনেক আগেই সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের কাজে যোগ দিয়েছিলেন তরুণী। বুধবার রাতে সেই নার্সিংহোমের চারতলার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হল!

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ২২:২০
Share:

—প্রতীকী চিত্র।

দিন তিনেক আগেই সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের কাজে যোগ দিয়েছিলেন তরুণী। বুধবার রাতে সেই নার্সিংহোমের চারতলার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হল!

Advertisement

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সিঙ্গুরের নার্সিংহোম চত্বরে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। খবর দেওয়া হয় পরিবারের লোককেও। পরিবারের দাবি, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে।

হুগলি গ্ৰামীণের পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, ‘‘পরিবারের অভিযোগের ভিত্তিতে খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

Advertisement

পুলিশ জানিয়েছে, পরিবারের দাবিমতো এগজ়িকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শুক্রবার ময়নাতদন্ত হবে। ভিডিয়োগ্ৰাফিও করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, ইতিমধ্যেই এক জনকে আটক করে জি়জ্ঞাসাবাদ শুরু হয়েছে।

বৃহস্পতিবারই মৃতার দেহ শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ময়নাতদন্তের জন্য। সেখানে সিপিএম-বিজেপি কর্মীদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। ‘বিচার চাই’ স্লোগানও ওঠে। পরে পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement