liluah

কানে দুল পরে কেন স্কুলে? বকুনি খেয়ে ‘প্রতিশোধ’ ছাত্রের, দলবল নিয়ে মারধর, শোরগোল লিলুয়ায়

লিলুয়ার রবীন্দ্র সরণির হাই স্কুলের দ্বাদশ শ্রেণির কলা বিভাগের এক ছাত্র এক কানে দুল পরেছিলেন। টিফিনের সময় তাঁর কানে দুল দেখে স্কুলের শিক্ষাকর্মী জয়দীপ প্রামাণিক বকাবকি করেন। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই ছাত্র।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৯:৩৬
Share:

লিলুয়ার স্কুলে চাঞ্চল্যকর ঘটনা। —নিজস্ব চিত্র।

এক কানে দুল পুরে স্কুলে গিয়েছিলেন একাদশ শ্রেণির এক ছাত্র। তা দেখে এক শিক্ষাকর্মী তাঁকে বকাবকি করেছিলেন। অভিযোগ, ওই ‘অপমানের বদলা’ নিতে অশিক্ষক কর্মীকে দলবল নিয়ে মারধর করলেন কলা বিভাগের ছাত্র। ঘটনায় শোরগোল হাওড়ার লিলুয়ার টিআরজিআর খেমকা হাই স্কুলে। স্কুল কর্তৃপক্ষের তরফে লিলুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

স্কুল সূত্রে খবর, ঘটনার সূত্রপাত গত শুক্রবার। লিলুয়ার রবীন্দ্র সরণির ওই হাই স্কুলে দ্বাদশ শ্রেণির কলা বিভাগের এক ছাত্র এক কানে দুল পরেছিলেন। টিফিনের সময় তাঁর কানে দুল দেখে স্কুলের শিক্ষাকর্মী জয়দীপ প্রামাণিক বকাবকি করেন। স্কুলের শৃঙ্খলার কথা মনে করিয়ে কান থেকে দুল খুলে ফেলতে বলেন। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই ছাত্র।

ঘটনাক্রমে গত শনিবার ওই শিক্ষাকর্মী স্কুলছুটির পরে বাড়ি ফিরছিলেন। সেই সময় লিলুয়ার ঝিল রোডে ছাত্রটি দলবল নিয়ে তাঁর উপর চড়াও হন। বাঁশ এবং লাঠি দিয়ে জয়দীপকে মারধর করা হয় বলে অভিযোগ। জখম হন শিক্ষাকর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্কুলের শিক্ষকেরা। শিক্ষাকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরা। এই ঘটনার প্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেন। প্রধানশিক্ষক স্বদেশকুমার গিরি বলেন, ‘‘ওই ছাত্রটি স্কুলের শৃঙ্খলা মেনে চলত না। এমনকি, নিয়মিত স্কুলের পোশাক পরে স্কুলে আসত না। কানে ফ্যাশনেবল দুল পরে আসত। বার বার বলার পরেও ও শুনত না। তাকে বারণ করায় শিক্ষাকর্মীকে মারধর করে সে।’’

Advertisement

স্কুলের অন্য এক সহ-শিক্ষক বলেন, ‘‘ছাত্রটির অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছে। পুলিশও ওই ছাত্রকে থানায় ডেকে সতর্ক করেছে। সোমবার ওই ছাত্র স্কুলে এসেছিল। তবে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে শিক্ষকেরা স্কুলে একটি বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement