Imprisonment

নাবালিকাকে ভয় দেখিয়ে ধর্ষণ! যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিল আরামবাগ মহকুমা আদালতের

সূত্রের খবর, বেশ কিছু দিন আগে ধর্ষণের অভিযোগ ওঠে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। প্রথমে নাবালিকা কিছু না বললেও পরবর্তীকালে শারীরিক অবস্থার অবনতি হলে তার পরিবারের তরফে ইউএসজি করানো হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০২:৩৩
Share:

— প্রতীকী চিত্র।

প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সশ্রম কারাদণ্ড হল এক যুবকের। সাজা ঘোষণা করেছে আরামবাগ মহকুমা আদালত।

Advertisement

সূত্রের খবর, বেশ কিছু দিন আগে ধর্ষণের অভিযোগ ওঠে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। প্রথমে নাবালিকা কিছু না বললেও পরবর্তীকালে শারীরিক অবস্থার অবনতি হলে তার পরিবারের তরফে ইউএসজি করানো হয়। তখনই তারা জানতে পারে যে তাদের মেয়ে অন্তঃসত্ত্বা।গোঘাট থানায় লিখিত অভিযোগ জানানোর পর পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার আরামবাগ মহকুমা আদালতের বিচারক কিষাণকুমার আগরওয়াল দোষীকে ২০

Advertisement

বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও দু'বছরের কারাদণ্ড ঘোষণা করেন বিচারক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement