Howrah primary School

আবোলতাবোলের শতবর্ষ উদ্‌যাপন হাওড়ার এক প্রাথমিক বিদ্যালয়

পরবর্তীকালে সময়ের সঙ্গে জৌলুস হারাতে থাকে এই স্কুল। ছাত্রীছাত্রীদের সংখ্যা কমে মোট হাতেগোনা ১০ জনে এসে দাঁড়ায়। বন্ধ হয়ে যেতে বসেছিল এই স্কুল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ০২:২৭
Share:

ব্যাটরা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন। নিজস্ব চিত্র।

সুকুমার রায়ের অমর সৃষ্টি আবোল তাবোলের শতবর্ষ উদ্‌যাপন করার উদ্দেশে অভিনব উদ্যোগ নিয়েছে হাওড়ার ব্যাটরা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন নামে একটি প্রাথমিক বিদ্যালয়।

Advertisement

ছোট ছোট শিশুদের মধ্যে পুরনো বাংলা ছড়া ও কবিতার প্রতি আকর্ষণ বাড়াতে সুকুমার রায়ের আবোল তাবোলের আবহে সাজানো হয়েছে স্কুল। এক একটি ছড়ার নামে নামকরণ করা হয়েছে শ্রেণিকক্ষ, দেওয়ালে আঁকা সেই ছড়ার ছবি।

প্রধানশিক্ষিকা অর্পিতা ঘোষ জানান, একটা সময় ছিল যখন প্রায় ৬০০ ছাত্রছাত্রী পঠনপাঠনের জন্য আসত এই স্কুলে। পরবর্তীকালে সময়ের সঙ্গে জৌলুস হারাতে থাকে এই স্কুল। ছাত্রীছাত্রীদের সংখ্যা কমে মোট হাতেগোনা ১০ জনে এসে দাঁড়ায়। বন্ধ হয়ে যেতে বসেছিল এই স্কুল। সেই সময় স্কুলের শিক্ষকশিক্ষিকা এবং প্রাক্তনীরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে তাঁদের সন্তানদের এই স্কুলে পড়ানোর অনুরোধ করা হয়। তাতে ফল হয়েছে বলে জানান প্রধানশিক্ষিকা। ছাত্রছাত্রীদের সংখ্যা বেড়েছে।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যপ্রক্রিয়াকরন মন্ত্রী অরুপ রায় সহ বিশিষ্টজনের। বাংলা ভাষাকে নিয়ে স্কুলের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement