Bangladeshi Arrest

২২ বছর ধরে ভারতে! আগরতলা থেকে চেন্নাই যাওয়ার পথে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার ‘বাংলাদেশি’

শুক্রবার সকালে হাওড়া স্টেশনে পৌঁছালে কয়েক জন বিজেপি কর্মী মিজানকে ঘিরে ধরেন। খবর দেওয়া হয় গোলাবাড়ি থানায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ২১:০৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

হাওড়া রেলস্টেশনের সামনে থেকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার এক যুবক। ধৃতের নাম মিজান মিঞা। শুক্রবার সকালে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ তাঁকে আটক করে। পরে গ্রেফতার হন তিনি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মিজানের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা শুরু হয়েছে। জানা গিয়েছে, মিজান ২২ বছর আগে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে আগরতলায় ঢোকেন মিজান। তার পর সেখানেই ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড তৈরি করেন তিনি। পরে স্থানীয় এক মহিলাকে বিয়ে করেন। এখন এক কন্যাসন্তানের বাবা মিজান। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, কয়েক বছর ধরে চেন্নাইয়ে শ্রমিকের কাজ করতেন।

তবে দিন কয়েক আগে আগরতলায় ছিলেন যুবক। সেখানে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির সমালোচনা করে সমাজমাধ্যমে কিছু পোস্ট করেন। ঘটনাক্রমে সেখানকার বিজেপি নেতারা দাবি করেন, মিজান আদতে বাংলাদেশি। তাঁর ছবি পোস্ট করেন পঞ্চায়েত স্তরের নেতারা। তার পরেই আগরতলা ছেড়ে চেন্নাই চলে যেতে চেয়েছিলেন মিজান।

Advertisement

শুক্রবার সকালে হাওড়া স্টেশনে পৌঁছালে কয়েক জন বিজেপি কর্মী মিজানকে ঘিরে ধরেন। খবর দেওয়া হয় গোলাবাড়ি থানায়। পুলিশের কাছে মিজান স্বীকার করে নেন বাংলাদেশি। পুলিশ ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করে গ্রেফতার করেছে যুবককে। এ নিয়ে বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রায়ের অভিযোগ, ‘‘বাংলাদেশিরা এ ভাবেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছে। এখানে নকল পরিচয়পত্র তৈরি করে থাকছে। অথচ সরকারের বিরুদ্ধে সমালোচনা করে সমাজমাধ্যমে পোস্ওট করছে। আবার ভোট দিয়ে এখানের রাজনৈতিক কর্মকাণ্ডে শামিল হচ্ছে। এই জিনিস আর বরদাস্ত করা হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement