-
Locket Chatterjee

লোকসভা ভোটের আগে বোমা মজুত হচ্ছে, নালিশ লকেটের

সন্ধায় হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া লক ফ্যাক্টরি রোডে দলীয় সভাতেও লকেট বলেন, ‘‘বাংলা সন্ত্রাসের আঁতুড়ঘরে পরিণত হয়েছে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৩ ০৬:২০
Share:

জাঙ্গিপাড়ার আঁটপুরে সভা মঞ্চে লকেট চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি তুলেছে বিজেপি। শাসকদলকে নিশানা করে রবিবার হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দাবি, লোকসভা ভোটের আগে রাজ্যে বোমা মজুতকরা হচ্ছে।

এ দিন হুগলির জাঙ্গিপাড়ার আঁটপুর পঞ্চায়েতের বোমনগরে জনসভা করে বিজেপি। সেখানে হাজির ছিলেন লকেট। সভা শেষে দত্তপুকুর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লকেট বলেন, ‘‘বাংলাকে এক বাক্যে চিনতে পারবে বোমা বিস্ফোরণের কারণে। বারুদের স্তূপে পরিণত হয়েছে বাংলা। এটা নিত্য-নৈমিত্তিক ঘটনা। লোকসভা ভোটের আগে বোমা মজুত করা হচ্ছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনের আগে হয়েছিল।’’

সন্ধায় হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া লক ফ্যাক্টরি রোডে দলীয় সভাতেও লকেট বলেন, ‘‘বাংলা সন্ত্রাসের আঁতুড়ঘরে পরিণত হয়েছে।’’ দত্তপুকুরে বাজি কারখানার পিছনে কারা রয়েছে, এত বাজি কী উদ্দেশ্যে তৈরি করা হচ্ছিল, এই প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘সিআইডি তদন্তে আমাদের আস্থা নেই। এনআইএ তদন্ত হলেই সমস্ত কিছু প্রকাশ্যে আসবে।’’

লকেটের মন্তব্যের প্রেক্ষিতে জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূলের তমালশোভন চন্দ্রের দাবি, ‘‘বোমার রাজনীতি তৃণমূল করে না। পঞ্চায়েতের মতো লোকসভা ভোটেও মানুষ তৃণমূলের পক্ষে রায় দেবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন