SIR in West Bengal

কোন্নগরে এনুমারেশন ফর্ম বিলি করতে করতে আচমকা মস্তিষ্কে রক্তক্ষরণ! রাস্তায় পড়ে গেলেন প্রৌঢ়া বিএলও

এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন হুগলির কোন্নগরের বুথ স্তরের আধিকারিক (বিএলও)। মাথা ঘুরে রাস্তাতেই পড়ে গেলেন তিনি। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ২২:৫৬
Share:

কোন্নগর হাসপাতালে চিকিৎসাধীন বিএলও। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) জন্য এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে অঘটন। গুরুতর অসুস্থ হয়ে পড়লেন হুগলির কোন্নগরের বুথ স্তরের আধিকারিক (বিএলও) তপতী বিশ্বাস। রাস্তাতেই পড়ে গিয়েছিলেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, প্রৌঢ়ার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। অর্থাৎ, সেরিব্রাল অ্যাটাক হয়েছে তাঁর। বর্তমানে তিনি কোন্নগর পুরসভার হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের অভিযোগ, এসআইআর-এর কাজের চাপ এবং দুশ্চিন্তা থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

Advertisement

কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে বিএলও-র দায়িত্ব পালন করছেন তপতী। তিনি কোন্নগর নবগ্রামের বাসিন্দা এবং পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। পরিবার সূত্রে খবর, তপতীর বয়স ৬০ বছরের কাছাকাছি। সেরিব্রাল অ্যাটাকের কারণে তাঁর বাঁ দিক অবশ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

তপতীর স্বামী প্রবীর বিশ্বাস জানিয়েছেন, এসআইআর-এর ফর্ম বিলি করা, তা জমা নেওয়া, তার তথ্য অ্যাপে আপলোড করার কাজের চাপ তপতী নিতে পারছিলেন না। নাজেহাল হয়ে পড়েছিলেন গত কয়েক দিনে। ইন্টারনেটের সমস্যার কারণে কিউআর কোড স্ক্যান করে ফর্মের তথ্য আপলোড করা যাচ্ছিল না। চিন্তায় রাতে ঘুমোতে পারছিলেন না তাঁর স্ত্রী। অভিযোগ, ফর্ম জমা নেওয়ার জন্য ঘন ঘন ফোন আসছিল। তপতী পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছিলেন।

Advertisement

তপতীর বুথে মোট ১০১৬ জন ভোটার। তাঁদের মধ্যে এখনও ৪৫ জনকে এনুমারেশন ফর্ম দেওয়া বাকি। এমনিতেই তিনি অসুস্থ ছিলেন। স্বামী এবং অন্যান্য পরিচিতেরা বিএলও-র দায়িত্ব না-পালনের পরামর্শ দিয়েছিলেন তপতীকে। কিন্তু তিনি জানান, দায়িত্ব না-নিলে চাকরি থাকবে না।

পরিবার এসআইআর-এর কথা বললেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তপতীর রক্তে শর্করার মাত্রা বেশি। উচ্চ রক্তচাপও রয়েছে। সেই কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। নিয়মিত ওষুধ না-খাওয়ার কারণে রক্তচাপ এবং সুগার নিয়ন্ত্রণে ছিল না প্রৌঢ়ার। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement