Body Recovered

সকালে ক্লাস সেরে গিয়েছিলেন পুলে! হাওড়ার ইঞ্জিনিয়ারিং কলেজের সেই পুল থেকে উদ্ধার ছাত্রের দেহ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেড় মাস আগে হাওড়ার কলেজে ভর্তি হয়েছিলেন কপিল। ছয় মাসের মেরিন সংক্রান্ত কোর্সে তিনি ভর্তি হন। কলেজের হোস্টেলেই থাকতেন ওই ছাত্র।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ১৮:৫৩
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

হাওড়ার সাকরাইলে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সুইমিং পুল থেকে উদ্ধার হল ছাত্রের দেহ। শনিবার কলেজের ড্রাইভিং পুলে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। যুবককে নিয়ে যাওয়া হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই ছাত্রের নাম কপিল কুমার। তিনি হিমাচল প্রদেশের বাসিন্দা। পরিবারের অভিযোগ, কর্তৃপক্ষ, পুলিশ সহযোগিতা করছেন না।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেড় মাস আগে হাওড়ার কলেজে ভর্তি হয়েছিলেন কপিল। ছয় মাসের মেরিন সংক্রান্ত কোর্সে তিনি ভর্তি হন। কলেজের হোস্টেলেই থাকতেন ওই ছাত্র। সগপাঠীরা জানিয়েছেন, শনিবার সকালেও ক্লাস করেছিলেন কপিল। এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। খবর পেয়ে রবিবার হিমাচল প্রদেশ থেকে চলে আসেন পরিবারের লোকেরা। কান্নায় ভেঙে পড়েন বোন মনিকা। তিনি বলেন, ‘‘রাখীর দিন ভাইকে হারালাম।’’

পরিবারের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশ সহযোগিতা করছেন না। তাদের দাবি, যুবকের মাথায় আঘাত রয়েছে। এটা নিছক দুর্ঘটনা নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, সঠিক তদন্ত হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। কলেজের প্রশাসনিক দায়িত্বে থাকা আধিকারিক অনিন্দিতা চক্রবর্তী বলেন, কর্তৃপক্ষ সব রকম সহযোগিতা করছেন। ডাইভিং পুলে কাউকে না জানিয়ে চলে গেছিলো কপিল। তদন্তের জন্য সিসিটিভি সহ সমস্ত তথ্য পুলিশকে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement