Howrah Heavy rainfall

অতিবৃষ্টির ফলে জলমগ্ন হাওড়া, ঘরবাড়িতে দেখা দিয়েছে ফাটল, আতঙ্কে বাসিন্দারা

প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত পরিবারের জন্য বাঁশ, ত্রিপল ও খাবার পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ০৩:১৬
Share:

ঘরবাড়িতে ফাটল। নিজস্ব চিত্র।

একটানা বৃ্ষ্টিতে নাজেহাল হাওড়া জেলার বাসিন্দারা। জেলার বহু এলাকা জলমগ্ন। এর মধ্যে স্বর্ণময়ী খালের জলস্তর বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে বিপত্তি। খাল সংলগ্ন শালিমার পাঁচ নম্বর গেট এলাকার বহু ঘড়বাড়িতে দেখা দিয়েছি ফাটল। আশঙ্কায় প্রহর গুনছেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Advertisement

পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরী। তিনি জানান, খালের জল বেড়ে গিয়ে মাটি আলগা হয়ে যাওয়ায় ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। বৃষ্টি কমলে ফাটল মেরামতের কাজ শুরু করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত পরিবারের জন্য বাঁশ ত্রিপল ও খাবার পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

অন্য দিকে, অতিবৃষ্টিতে জেলার বহু রাস্তায় জল জমে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে মানুষ।

হাওড়ার মুখ্য পুরপ্রশাসক সুজয় চক্রবর্তী জানান, একটানা বৃষ্টিতে গঙ্গার জলস্তর অনেক বেড়ে গিয়েছে, পাম্পের সাহায্যে জল বার করা হলেও বৃষ্টির ফলে জল আবার চলে আসছে। অতিরিক্ত প্রায় ৭০টি পাম্প চালানো হয়েছে। বৃষ্টি না কমলে জল নামার সম্ভাবনা কম বলেও জানান তিনি।

এর মধ্যে সাধারণ মানুষের যাতে পানীয় জলের কোনও রকম সমস্যা না হয়, সেই কথা ভেবে বিভিন্ন এলাকায় জলের গাড়ি পাঠানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement