Hooghly Incident

ট্রেন থেকে মাথা বার করতেই ধাক্কা, মৃত্যু যুবকের, কাটা মুন্ডু নিয়ে হুগলিতে ঘুরে বেড়াল কুকুর!

হুগলির চন্ডীতলার বেগমপুর এলাকায় হাওড়া-বর্ধমান শাখার কর্ড লাইন যুবকের দেহ উদ্ধার করা হয়। কাটা মুন্ডু নিয়ে প্রায় ৩০০ ফুট দূরে চলে গিয়েছিল কুকুর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৯:২২
Share:

হুগলির বেগমপুরে হাওড়া-বর্ধমান কর্ড লাইন থেকে যাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। —নিজস্ব চিত্র।

ট্রেন থেকে মাথা বার করেছিলেন যুবক। বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় তৎক্ষণাৎ ধড় থেকে মুন্ডু আলাদা হয়ে যায়। যুবকের সেই কাটা মুন্ডু নিয়ে হুগলির বেগমপুরে ঘুরে বেড়াতে দেখা গেল কুকুরকে। বুধবার সকালে স্থানীয়েরাই কুকুর তাড়িয়ে মুন্ডুটি উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল পুলিশ এবং স্থানীয় থানার পুলিশ। রেললাইনের ধার থেকে উদ্ধার করা হয় যুবকের বাকি দেহ। তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

হুগলির চন্ডীতলার বেগমপুর এলাকার ঘটনা। স্থানীয়েরা জানিয়েছেন, বুধবার সকাল ৯টা নাগাদ ২০ নম্বর রেলগেট এলাকায় একটি বাগানে মানুষের কাটা মুন্ডু নিয়ে কুকুরকে ঘুরতে দেখা যায়। দ্রুত খবর ছড়িয়ে পড়ে। এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। দৃশ্য দেখতে অনেকে সেখানে জড়ো হন। খবর দেওয়া হয় চন্ডীতলা থানা এবং কামারকুন্ডু জিআরপিতে। এর পর স্থানীয় বাসিন্দারা কুকুরটিকে তাড়া দিলে সে মুন্ডু ফেলে পালিয়ে যায়।

দুই থানা থেকেই পুলিশ ঘটনাস্থলে আসে। যেখানে কাটা মুন্ডুটি পাওয়া গিয়েছে, সেখান থেকে প্রায় ৩০০ ফুট দূরেই হাওড়া-বর্ধমান শাখার কর্ড লাইন। পুলিশ রেললাইনের আশপাশে খোঁজ শুরু করে। কিছু ক্ষণ খোঁজাখুঁজির পর লাইনের ধার থেকে দেহটি উদ্ধার হয়। যুবকের নাম বা পরিচয় এখনও জানা যায়নি।

Advertisement

পুলিশের অনুমান, কোনও দূরপাল্লার ট্রেন থেকে মাথা বাইরে বার করেছিলেন যাত্রী। অসাবধানতায় তাঁর মাথা ধাক্কা খায় রেললাইনের ধারের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে। ধড় থেকে তাঁর মুন্ডু আলাদা হয়ে যায়। একটি বৈদ্যুতিক খুঁটিতেও রক্তের দাগ পাওয়া গিয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্বন্ধে নিশ্চিত হওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement