রবিবার বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। — ফাইল চিত্র।
রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)। ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই সেতুতে যান চলাচল করতে পারবে না। ওই সময়ে বিকল্প কোন পথে যান চলাচল করবে, তা জানিয়ে দিয়েছে হাওড়া পুলিশ কমিশনারেট।
হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠীর দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার যে সব গাড়ি কলকাতার দিকে আসবে, সেগুলিকে হাওড়া সেতু, নিবেদিতা সেতু বা পুরনো বালি সেতু (বিবেকানন্দ সেতু) ধরতে হবে। যাত্রিবাহী গাড়ির ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য। পণ্যবাহী গাড়ি ওই পথ ধরতে পারবে না। কোলাঘাট থেকে যে সব গাড়ি কলকাতায় আসবে, সেগুলি ধূলাগড় টোলপ্লাজ়া হয়ে নিবেদিতা সেতু বা বিবেকানন্দ সেতু ধরতে পারবে। ডানকুনি থেকে যে সব গাড়ি আসবে কলকাতায়, সেগুলি মাইতিপাড়া হয়ে নিবেদিতা সেতু ধরতে পারবে। হাওড়া থেকে হাওড়া (রবীন্দ্র) সেতু ধরে আসতে হবে কলকাতায়।
হাওড়া পুলিশের তরফে আরও জানানো হয়েছে, প্রয়োজনে মন্দিরতলা, বেতাইতলা ক্রসিং, সরসীবালা স্কুল ক্রসিং থেকে ঘুরিয়ে (ডাইভারশন) দেওয়া হতে পারে গাড়ি।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েক বার রক্ষণাবেক্ষণের জন্য রবিবার করে বন্ধ রাখা হয় বিদ্যাসাগর সেতু। দ্বিতীয় হুগলি সেতু হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স (এইচআরবিসি)-এর অধীনে রক্ষণাবেক্ষিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই স্বশাসিত সংস্থা ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়, মূলত হুগলি নদীর উপর সেতু নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে। বর্তমানে এইচআরবিসি সেতুটির রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব পালন করছে।