DYFI

সিঙ্গুরে কারখানার প্রতীকী শিলান্যাস করবে ডিওয়াইএফ

শিল্প ও কাজের দাবির পাশাপাশি সরকার বদলের ডাক দিয়ে ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযান করবে রাজ্যের ১০টি বামপন্থী ছাত্র ও যুব সংগঠন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১ ০৬:৪৭
Share:

প্রতীকী ছবি

যে সিঙ্গুর থেকে বিদায় নিয়েছে টাটাদের মোটরগাড়ি কারখানা, বিধানসভা ভোটের মুখে আজ, বুধবার সেখানে দাঁড়িয়েই শিল্পায়ন এবং কাজের দাবিতে সরব হবেন বামেরা। কারখানার প্রতীকী শিলান্যাস করা হবে। ওই উপলক্ষে এ দিন ‘সিঙ্গুর চলো’র ডাক দিয়েছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ। কর্মসূচিতে হাজির থাকার কথা বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর।

Advertisement

শিল্প ও কাজের দাবির পাশাপাশি সরকার বদলের ডাক দিয়ে ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযান করবে রাজ্যের ১০টি বামপন্থী ছাত্র ও যুব সংগঠন। তার আগে সিঙ্গুরে এই কর্মসূচিকে ঘিরে এই জেলায় সিপিএম নিজেদের সংগঠন গুছিয়ে নিতে চাইছে। সেই কারণেই ভোটের আগে রাজ্যে শিল্পের দাবিতে গলা তোলার জন্য টাটা বিদায়ের জায়গাকেই বেছে নিয়েছে তারা।

সিঙ্গুরের রতনপুর আলুর মোড়ে দুপুরে সমাবেশ শুরু হবে। সমাবেশ শেষে সানাপাড়া পর্যন্ত মিছিল হবে। মিছিলের পরেই সানাপাড়ায় প্রতীকী শিলান্যাসের কর্মসূচি রয়েছে। ওই জায়গায় ছিল প্রকল্প এলাকার ১ নম্বর গেট।

Advertisement

ডিওয়াইএফের হুগলি জেলা সভাপতি মিন্টু বেরা বলেন, ‘‘টাটাদের গাড়ি তৈরির কারাখানার কাজ একেবারে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু কারখানা চালু করতে দেয়নি তৃণমূল। সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে বাংলার যুব সমাজ। তাই আমরা সিঙ্গুরকেই বেছে নিয়েছি প্রতীকী শিলান্যাসের জন্য। সিঙ্গুর, হরিপাল, চণ্ডীতলা, জাঙ্গিপাড়ার বিস্তীর্ণ এলাকা থেকে আমাদের কর্মী-সমর্থকেরা আসবেন।’’ ডিওয়াইএফ সূত্রে জানা গিয়েছে, কর্মসূচিতে যোগ দিতে আসা লোকেরা ট্রেনে সিঙ্গুরে পৌঁছবেন। সেখান থেকে ছোট ছোট মিছিল করে সমাবেশস্থলে যাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement