Fire

বেসমেন্টে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার ফেটে আগুন! হুগলির আবাসনে চাঞ্চল্য

সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার কালিতলার একটি বহুতল আবাসনে। বিকট শব্দ করে ফেটে যায় ট্রান্সফর্মার। সেই সঙ্গে কালো ধোঁয়ায় বহুতলের আবাসিক ও প্রতিবেশিরা ভয়ে রাস্তায় বেরিয়ে আসেন। বিকেলে হাওয়া বইতে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ২৩:৩৮
Share:

বেসমেন্টে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার ফেটে গিয়ে আগুন ধরে চাঞ্চল্য ছড়াল বহুতল আবাসনে। —নিজস্ব চিত্র।

বেসমেন্টে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার ফেটে গিয়ে আগুন ধরে চাঞ্চল্য ছড়াল বহুতল আবাসনে। সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার কালিতলার একটি বহুতল আবাসনে। বিকট শব্দ করে ফেটে যায় ট্রান্সফর্মার। সেই সঙ্গে কালো ধোঁয়ায় বহুতলের আবাসিক ও প্রতিবেশিরা ভয়ে রাস্তায় বেরিয়ে আসেন। বিকেলে হাওয়া বইতে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের বিপত্তি এড়ানো গিয়েছে।

Advertisement

বাসিন্দাদের অভিযোগ, জনবহুল এলাকায় বহুতলের নীচে বিপজ্জনক ভাবে ট্রান্সফর্মার বসানো হয়েছে। বাসিন্দাদের আপত্তি শোনা হয়নি। অরিজিত মিত্র নামে এক বাসিন্দা বলেন, ‘‘বিকেলে ট্রান্সফর্মার ফেটে যায়। আমরা খুব ভয় পেয়ে যাই। আমরা বিদ্যুৎবন্টণ সংস্থাকে জানিয়েছি, কাজ হয়নি।’’

ঘটনার খবর পেয়ে হাজির হন শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা। তিনি বলেন, ‘‘খুবই বিপজ্জনক ঘটনা। যদিও বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে। দমকলের কর্মীরা জানিয়েছেন ট্রান্সফর্মার ফেটে আগুন ধরেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement