Howrah Fire

বি গার্ডেনে আবাসনে অগ্নিকাণ্ড, দমকলের তিন ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৩ ১৯:৩৮
Share:

—প্রতীকী ছবি।

হাওড়ার বি গার্ডেন থানার অন্তর্গত রবীন্দ্রনগরে আবাসনে অগ্নিকান্ড। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, প্রথমে মিটার বক্সে আগুন লাগে। প্রচণ্ড শব্দে ফাটতে থাকে মিটার বক্সের কেবল। এর পর আগুন ছড়াতে থাকে লিফটের দিকে। ধোঁয়ায় ভরে যায় আবাসন। আতঙ্কে বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন। আবাসন সংলগ্ন একটি রঙের কারখানা থেকে জল নিয়ে প্রথমে আগুন নেভানো শুরু করেন বাসিন্দারা। এর পর দমকল এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শোভা সিং নামে আবাসনের এক বাসিন্দা জানান, মিটারে সমস্যা ছিল। সেখান থেকে আগুন লাগে।

দমকল আধিকারিক মহম্মদ ওমর আলি জানান, খবর পেয়ে একটি ইঞ্জিন প্রথমে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এখানে আগুন নেভানোর ব্যবস্থা ছিল না। জায়গাটা অনেক সরু। তাই গাড়ি ঢুকতে সমস্যা হয়। বাইরে থেকে জল নিয়ে আগুন নেভাতে হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement