Cases in Howrah Court

ট্রেনে খুনের চেষ্টা, মদের আসরে ডেকে খুন: দুই মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

ট্রেনে ছিনতাই এবং ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার ঘটনাটি ঘটে ২০১৮ সালের ২৩ নভেম্বর। দ্বিতীয় ঘটনাটি ঘটে ২০২২ সালে ৯ নভেম্বর। সাঁকরাইলে এক যুবককে ইট দিয়ে মেরে খুন করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৮:৫২
Share:

(উপরে) হাওড়া জিআরপি মামলায় দণ্ডিত এক জন। (নীচে) সাঁকরাইলে খুনের মামলায় দণ্ডিত দু’জনকে। —নিজস্ব চিত্র।

দুটি পৃথক মামলায় একই দিনে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালতে। একটি মামলা হাওড়া জিআরপি-র করা। অভিযোগ, রাতের লোকাল ট্রেনে ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক মহিলাযাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করা হয়। তাতে মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। সোমবার আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। দ্বিতীয় মামলাটি সাঁকরাইল থানার। সেখানে ইট দিয়ে থেঁতলে এক যুবককে খুন করা হয়েছিল। ওই মামলাতেও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

ট্রেনে ছিনতাই এবং ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার ঘটনাটি ঘটে ২০১৮ সালের ২৩ নভেম্বর। রাত ১০টা ২০ মিনিটে হাওড়া-ব্যান্ডেল লোকাল তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে সবে বেরিয়েছিল। আচমকাই চলন্ত ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় উঠে পড়ে সবর আলি ওরফে গুড্ডু। এক মহিলাযাত্রীর সোনার আংটি এবং মোবাইল ছিনিয়ে নেয় সে। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করে ওই মহিলাকে। রক্তাক্ত অবস্থায় ওই যাত্রী সাহায্যের জন্য চিৎকার শুরু করেন। কামরার অন্য যাত্রীরাও তাই দেখে চিৎকার করতে থাকেন। ট্রেন দাঁড়িয়ে পড়ে টিকিয়াপাড়া স্টেশনের কাছে। ওই দুষ্কৃতী পালানোর চেষ্টা করে। কিন্তু কর্তব্যরত আরপিএফ তাকে ধরে ফেলেন। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। চলে দীর্ঘ বিচারপ্রক্রিয়া। সোমবার সরকারি পক্ষের আইনজীবী অশোক সাহা বলেন, ‘‘যাবতীয় সাক্ষ্যপ্রমাণ মোতাবেক গত ২৬ জুন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন পঞ্চম অতিরিক্ত দায়রা বিচারক অখিলেশকুমার পণ্ডা। আজ (সোমবার) আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন বিচারক।’’

দ্বিতীয় মামলাটিতে আসামিকে দোষী সাব্যস্ত করেন দ্বিতীয় অতিরিক্ত দায়রা বিচারক সোমেশপ্রসাদ সিন্‌হা। সরকারি পক্ষের আইনজীবী অরিন্দম মুখোপাধ্যায় বলেন, ‘‘২০২২ সালে ৯ নভেম্বর একটি খুনের ঘটনা ঘটে সাঁকরাইলে। সেদিন বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মদ খাইয়ে বিসমিল্লা খান নামে এক ব্যক্তিকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়। পুলিশ ওই ঘটনায় সাবির নস্কর এবং নজরুল মোল্লা নামে দু’জনকে গ্রেফতার করে।’’ তিনি আরও বলেন, ‘‘জানা যায়, সাবিরের মেয়ের সঙ্গে বিসমিল্লার সম্পর্ক ছিল। যেটা সাবির মেনে নিতে পারেনি। যে কারনে এই খুনের ঘটনা। আজ (সোমবার) দু’জনের যাবজ্জীবন হয়। রায়ে খুশি নিহতের পরিবারের লোকজন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement