International Mother Language Day

আজ অনুষ্ঠান ভাষাবাগানেই

২০১৮ সালে রায়ঘাটের পাশে গঙ্গাপারে পুর-কর্তৃপক্ষ ভাষা স্মারক স্তম্ভ তৈরি করেন ‘আ মরি বাংলা ভাষা’ নামে একটি সংগঠনের পরিকল্পনায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩০
Share:

সংস্কারের পরে ভাষা স্মারক স্তম্ভ। নিজস্ব চিত্র।

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তার প্রাক্কালে মানুষের দাবি মেনে সংস্কারের কাজ চলেছে শ্রীরামপুরের ভাষাবাগানে। পুর-পারিষদ সন্তোষ সিংহ জানান, ভাষা স্মারক স্তম্ভের ভেঙে যাওয়া অংশ সংস্কার ও রং করা হয়েছে। উদ্যানে টাইলস পাতা হয়েছে। সিসি ক্যামেরা বসছে। আজ এখানেই হবে ভাষা দিবসের অনুষ্ঠান।

২০১৮ সালে রায়ঘাটের পাশে গঙ্গাপারে পুর-কর্তৃপক্ষ ভাষা স্মারক স্তম্ভ তৈরি করেন ‘আ মরি বাংলা ভাষা’ নামে একটি সংগঠনের পরিকল্পনায়। সামনে উদ্যান তৈরি করা হয়। নাম হয়, ‘ভাষাবাগান’। আন্তর্জাতিক ভাষা দিবস-সহ নানা অনুষ্ঠান হয় এখানে।

স্মারক স্তম্ভের চূড়ায় একটি ‘অ’ অক্ষরকে আগলে রয়েছে দু’টি হাত। তারই একটি ভেঙে গিয়েছিল। গত বছর ভাষা দিবসের অনুষ্ঠান হয় ভাঙা অংশে থার্মোকলের হাত লাগিয়ে। সংগঠনের তরফে বিষয়টি লিখিত ভাবে পুরসভায় জানানো হয়। দিন কয়েক আগে কাজে হাত পড়ে।

সংগঠনের সম্পাদক সমীর সাহা বলেন, ‘‘পুরসভা প্রতিশ্রুতি রক্ষা করায় আমরা খুশি।’’ স্মারক স্তম্ভের দূরবস্থা নিয়ে কয়েক মাস আগে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন সৌমিত্র দেব নামে এক যুবক। তিনি বলেন, ‘‘সংস্কার হচ্ছে, খুব ভাল। উপযুক্ত ভাবে রক্ষণাবেক্ষণ হোক।’’

বাগান বা ভাষা বেদির রেলিংয়ে অনেকে পোশাক মেলায় ওই স্থানের মর্যাদা নষ্ট হয় বলে অভিযোগ। সন্তোষ বলেন, ‘‘পোশাক মেলা আটকাতে রেলিং অনেকটা উঁচু করে দেওয়া হবে।’’ পুরপ্রধান গিরিধারী সাহার কথায়, ‘‘ভাষা-শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যথোচিত ভাবেই ওই স্থানের মর্যাদা রক্ষা করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন