Dog Licence

বিদেশি কুকুর পুষলে লাইসেন্স বাধ্যতামূলক! সেপ্টেম্বরের মধ্যে নিয়ম চালু হচ্ছে হাওড়া পুরসভায়

হাওড়ার মুখ্য পুরপ্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, ‘‘কলকাতা পুরসভার পর এ বার হাওড়া পুর এলাকায় এই ব্যবস্থা চালু হচ্ছে। ফি বছর লাইসেন্স নবীকরণ করতে হবে। বিদেশি ও সংকর জাতীয় কুকুর বাড়িতে পুষলেই লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৭:৫০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাড়িতে বিদেশি বা সংকর প্রজাতির কুকুর পুষলে এ বার থেকে লাইসেন্স নিতে হবে গৃহস্থকে। নয়া নিয়ম চালু করছে হাওড়া পুরসভা।

Advertisement

জানা যাচ্ছে, আগামী সেপ্টেম্বর মাসের শুরু থেকেই হাওড়া পুর কর্তৃপক্ষ লাইসেন্স দেবে। এ জন্য পোষ্যের মালিকের আধার কার্ড এবং সংশ্লিষ্ট বিদেশি বা সংকর প্রজাতির কুকুরের ভ্যাকসিনেশনের শংসাপত্র লাগবে।

বিদেশি কুকুর বাড়িতে থাকলে লাইসেন্স নেওয়ার নিয়ম আগেই চালু করেছে কলকাতা পুরসভা। তবে হাওড়া, বিধাননগরের মতো পাশের পুরসভাগুলোতে ওই নিয়ম চালু হয়নি। এ বার হাওড়া পুর কর্তৃপক্ষের সিদ্ধান্ত, পোষ্যের জন্য লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এ জন্য পুরসভার ওয়েবসাইটে আবেদন করতে হবে। বছরে ১৫০ টাকা জমা দিয়ে লাইসেন্স সংগ্রহ করা যাবে।

Advertisement

হাওড়ার মুখ্য পুরপ্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, ‘‘কলকাতা পুরসভার পর এ বার হাওড়া পুর এলাকায় এই ব্যবস্থা চালু হচ্ছে। ফি বছর লাইসেন্স নবীকরণ করতে হবে। বিদেশি ও সংকর জাতীয় কুকুর বাড়িতে পুষলেই লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘এর পর থেকে বিদেশি পাখি পোষার ক্ষেত্রেও এই ধরনের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা চালু করা হবে।’’ পুরসভা সূত্রে জানা গিয়েছে, কেউ লাইসেন্স না করালে প্রথমে তাঁকে সচেতন করা হবে। তাতেও কাজ না হলে সংশ্লিষ্ট পোষ্যমালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পোষ্য কুকুরদের জন্য পুরসভার লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে শহরবাসীর স্বার্থেই। জানা গিয়েছে, একই সঙ্গে শহরের পথকুকুরদের নির্বীজকরণের জন্যেও একটি সংস্থার সহায়তায় কাজ শুরু করছে হাওড়া পুরসভা।

উল্লেখ্য, পোষ্যের লাইসেন্স না থাকলে নানা সমস্যা হতে পারে। পুরসভার এক কর্তার কথায়, ‘‘ধরুন, কোথাও বেড়াতে যাচ্ছেন। তাই পোষ্যকে কোনও ক্রেশে রেখে গেলেন। কিন্তু ফিরে এসে যদি তাকে খুঁজে পাচ্ছেন না। সে ক্ষেত্রে লাইসেন্স না-থাকলে পুলিশ কিন্তু অভিযোগ গ্রাহ্য করবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement