Crime In Malda

ফের মালদহে চলল গুলি! গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণির পড়ুয়া, আশঙ্কাজনক অবস্থায় আনা হচ্ছে কলকাতায়

গুলিবিদ্ধ ছাত্রের নাম আব্দুল সাহিদ। বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র তিনি। বাড়ি মালদহের মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৭:১৩
Share:

—প্রতীকী চিত্র।

আবার গুলি চলল মালদহে। এ বার গুলিতে জখম হলেন দ্বাদশ শ্রেণির এক পড়ুয়া। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানকার চিকিৎসকেরা ‘রেফার’ করে দেন কলকাতার হাসপাতালে। মঙ্গলবার গুলিকাণ্ডে শোরগোল এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ ছাত্রের নাম আব্দুল সাহিদ। বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র তিনি। বাড়ি মালদহের মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকায়। পরিবারের লোকজন জানাচ্ছেন, সোমবার রাত ৮টা নাগাদ ‘কিছু ক্ষণের জন্য আসছি’ বলে বাড়ির বাইরে গিয়েছিলেন আব্দুল। তার কিছু ক্ষণ পরে খবর মেলে গুলি করা হয়েছে তাঁকে।

জানা যাচ্ছে, বুকের ডান দিকে একটি গুলি লেগেছে ওই তরুণের। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাঁকে।

Advertisement

ইতিমধ্যে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। গুলি চালানোর অভিযোগ উঠেছে রাজ শেখ নামে এক যুবকের বিরুদ্ধে। দাবি, রাজ তৃণমূল-ঘনিষ্ঠ। এ নিয়ে কালিয়াচক-২ ব্লকের মোথাবাড়ি যুব তৃণমূলের সভাপতি তাহিদুর রহমান বলেন, ‘‘আমি দু’জনকে চিনি। এটা কোনও গ্রাম্যবিবাদের বিষয় নয়, রাজনৈতিক বিষয়ও নয়। একটি মোবাইলকে কেন্দ্র করে দু’জনের মধ্যে বিবাদ ছিল। পুলিশ তদন্ত করছে।’’ তিনি আরও বলেন, ‘‘দোষীদের শাস্তি হবে আইনত। পুলিশের পুলিশের কাজ করছে। আমরা পরিবারের পাশে আছি।’’

স্থানীয় বিজেপি নেতা নিবারণ ঘোষের কটাক্ষ, ‘‘মালদহে গোলাগুলি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পুলিশের মদতে এই সব ঘটনা ঘটছে। মোথাবাড়ি থানার পুলিশ নিষ্ক্রিয়। এক ছাত্রকে তৃণমূল নেতা গুলি করবে, এটা কখনও মেনে নেওয়া যায় না। অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। গ্রেফতার না-হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।’’ পুলিশ সূত্রে খবর, তদন্ত শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত আটক বা গ্রেফতারির খবর মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement