Crime

Murder: ছেলের সঙ্গে সম্পর্ক রাখা মহিলাই খুন করে ডোমজুড়ের তাপসকে! পুলিশের জালে দুই

তাপসের ছেলে ছোটকার সঙ্গে সলপের বাসিন্দা পূর্বাশার সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিল পূর্বাশা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ২৩:৫৯
Share:

ঘটনাস্থলে পুলিশবাহিনী। ইনসেটে, তাপস গলুই। —নিজস্ব চিত্র।

নয়া মোড় নিল ডোমজুড়ের মাকড়দহে জেলফেরত যুবককে হত্যার ঘটনা। ওই কাণ্ডে এখনও পর্যন্ত এক মহিলা-সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যার জেরে সম্পূর্ণ ভিন্ন দিকে বাঁক নিয়েছে রবিবার সকালে ডোমজুড়ে ঘটে যাওয়া ওই হত্যাকাণ্ড।

Advertisement

রবিবার সকাল সাড়ে ন’টা নাগাদ বাড়ি থেকে স্কুটিতে চড়ে বেরিয়েছিলেন ডোমজুড়ের মাকড়দহের বাসিন্দা তাপস গলুই (৪৫)। বাড়ি থেকে কিছুটা দূরে দুই দুষ্কৃতী তাঁকে খুব কাছ থেকে গুলি করে খুন করে। তাপসের শরীরে মাথা-সহ মোট পাঁচ জায়গায় গুলি লেগেছে। ঘটনাস্থলেই মারা যান তিনি। ওই কাণ্ডে প্রাথমিক ভাবে পিকু নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পিকুকে জেরা করে পূর্বাশা মাঝি নামে হাওড়ার সলপের এক মহিলাকেও গ্রেফতার করেছে পুলিশ। পূর্বাশাকে জেরা করে তাপস হত্যায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, তাপসের ছেলে ছোটকার সঙ্গে সলপের বাসিন্দা পূর্বাশার সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক ছেড়ে পূর্বাশা বেরিয়ে আসতে চাইছিল বলে পুলিশ সূত্রে খবর। তা অনুমান করতে পেরে ছোটকা পূর্বাশাকে হুমকি দেয়। এমনকি সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেলে পূর্বাশার আপত্তিকর ছবি নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও ছোটকা দেয় বলে পুলিশের অনুমান। খবর পেয়ে ছেলের হয়ে ময়দানে নামেন বাবা তাপসও। তিনিও পূর্বাশাকে হুমকি দেন বলে জেনেছেন পুলিশ আধিকারিকরা। মনে করা হচ্ছে, সেই কারণেই তাপসকে খুনের ছক কষে পূর্বাশা। বিষয়টি সে পিকু এবং আলু নামে দুই দুষ্কৃতীকেও জানায়। এ নিয়ে তারা বৈঠক করে বলেও তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, পূর্বাশার প্রতি আগে থেকেই দুর্বলতা ছিল পিকুর। সেই জন্য সেও এই সময়ে পূর্বাশার ‘পাশে দাঁড়াতে’ উদগ্রীব হয়ে ওঠে। বিষয়টি আরও জানতে ধৃতদের জেরা চালাচ্ছেন তদন্তকারীরা। পাশাপাশি, খোঁজ চলছে ওই কাণ্ডে জড়িত অন্য দুষ্কৃতী আলুরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement