Murder in Hooghly

স্বামীর বন্ধুর সঙ্গে স্ত্রীর সম্পর্ক! জানতে পেরে সেই বন্ধুকে কোপ মেরে খুন করলেন স্বামী! হুগলিতে ধৃত যুবক

স্বামীর বন্ধুর সঙ্গে স্ত্রীর সম্পর্ক! জানতে পেরে সেই বন্ধুকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। হুগলির পোলবার এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৩:২৪
Share:

—প্রতীকী চিত্র।

স্বামীর বন্ধুর সঙ্গে স্ত্রীর সম্পর্ক! জানতে পেরে সেই বন্ধুকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। হুগলির পোলবার এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে খবর, পোলবার মহানাদের বাসিন্দা সাগরিকার সরকারের সঙ্গে চার বছর আগে বিয়ে হয় নবদ্বীপের অভিজিৎ সরকারের। বিয়ের পরেই সাগরিকার সঙ্গে অভিজিতের এক বন্ধু রাজ বর্মণের সম্পর্ক গড়ে ওঠে। তা নিয়ে পরিবারে অশান্তিও হত। কয়েক দিন আগে মহানাদে মায়ের কাছে গিয়েছিলেন সাগরিকা। সেখানে রবিবার রাতে সাগরিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ। সেই সময় অভিজিৎ তাঁকে খুন করেন বলে অভিযোগ।

সাগরিকা বলেন, ‘‘আমি রাজকে ভালবাসতাম। গতকাল আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমার স্বামী আমাকে দিয়ে জোর করে ফোন করিয়েছিল ওকে। জানতে চাইছিল এসেছে কি না। রাজ জানিয়েছিল, ও শিব মন্দিরে আছে। আমি গিয়ে ওকে চলে যেতে বলি। সেই সময়েই অভিজিৎ ছুরি দিয়ে ওকে এলোপাথাড়ি কোপ মারে।’’

Advertisement

স্থানীয় সূত্রে খবর, জখম অবস্থায় রাজকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ইমামবাড়া হাসপাতাসেই মৃতের দেহের ময়নাতদন্ত হবে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সাগরিকার মা কল্যাণী সরকার বলেন, ‘‘মেয়েকে দেখাশোনা করে বিয়ে দিয়েছিলাম। শ্বশুরবাড়িতে অত্যাচার করা হত ওকে। জামাইয়ের বন্ধুর সঙ্গে মেয়ের সম্পর্ক তৈরি হয়। মেয়ে ওই বন্ধুর সঙ্গে থাকতে চাইত। জামাই পছন্দ করত না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement