Shoot out

বুকে গুলি লেগে ডানকুনির রাস্তায় বাইক নিয়ে পড়ে গেলেন যুবক! চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডানকুনির ১২ নম্বর ওয়ার্ডেক গ্র্যান্ড সিটি এলাকার দিল্লি রোডে। গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৪
Share:

বুকে গুলি লাগে বান্টি সাউয়ের। — নিজস্ব চিত্র।

আবার গুলি চলার ঘটনা। এ বার ঘটনাস্থল হুগলির ডানকুনি। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর ছোড়া গুলি লেগে দিল্লি রোডে লুটিয়ে পড়লেন এক যুবক। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডানকুনির ১২ নম্বর ওয়ার্ডেক গ্র্যান্ড সিটি এলাকার দিল্লি রোডে। গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ। গুলি চলার ঘটনায় স্বাভাবিক ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুলিকাণ্ডে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। যে জায়গাটিতে যুবক গুলিবিদ্ধ হয়েছেন, সেই জায়গাটি ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছেন পুলিশকর্মীরা।

Advertisement

পুলিশ সূত্রের খবর, গুলিবিদ্ধ যুবকের নাম বান্টি সাউ। তিনি ডানকুনির বন্দের বিল এলাকার বাসিন্দা। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বাইকে করে বাড়ি ফিরছিলেন ওই যুবক । ঠিক তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। গুলি লেগে বাইক নিয়ে রাস্তায় পড়ে যান বান্টি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুকের বাঁ দিকে গুলি লেগেছে যুবকের। তবে আততায়ীর মুখ দেখতে পাননি কেউ। জখম ওই যুবকের বাবা রাজকুমার সাউ জানিয়েছেন, ছেলে জেসিবি (মাটি খোঁড়ার যন্ত্র) চালান। তাঁর সঙ্গে কারও শত্রুতা রয়েছে বলে তিনি অন্তত জানেন না। আততায়ীদের দ্রুত গ্রেফতারির দাবি জানিয়েছেন তিনি।

কে বা কারা কেন ওই যুবককে গুলি করল, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা।

Advertisement

শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement