Coast Guard

গাড়িতে নীল বাতি জ্বালিয়ে রক্ষী নিয়ে ঘুরতেন! চাকরি দেওয়ার নামে চন্দননগরে প্রতারণা করে ধৃত যুবক

ধৃত সুপ্রিয়ের বাড়ি চন্দননগরের বিন্দুবাসিনী পাড়ায়। গত মাসে চন্দননগর থানায় এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। তার পরেই তদন্তে নামে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২০
Share:

ধৃত সুপ্রিয় মুখোপাধ্যায়। — নিজস্ব চিত্র।

এলাকায় নীল বাতি লাগানো গাড়িতে চেপে ঘুরে বেড়াতেন! সঙ্গে থাকতেন রক্ষীরা। অভিযোগ, নিজেকে উপকূলরক্ষী (কোস্ট গার্ড) বাহিনীর এডিজি বলে দাবি করতেন সুপ্রিয় মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তি। শেষ পর্যন্ত নিউ টাউনের অভিজাত এক আবাসন থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হল ওই ব্যক্তিকে। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিলেন চন্দননগরের এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে সুপ্রিয়কে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

ধৃত সুপ্রিয়ের বাড়ি চন্দননগরের বিন্দুবাসিনী পাড়ায়। গত মাসে চন্দননগর থানায় এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। তার পরেই তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিউ টাউনের ডিএ ব্লক অ্যাকশন এরিয়া ওয়ানের আবাসনে অভিযান চালায় পুলিশ। তার পরে সু্প্রিয়কে গ্রেফতার করে। নীলবাতি লাগানো তাঁর গাড়িটিকেও আটক করে নিয়ে আসে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছে উপকূলরক্ষী বাহিনীর আধিকারিক হওয়ার কোনও প্রমাণ মেলেনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নিজেকে উপকূলরক্ষী বাহিনীর এডিজি বলে পরিচয় দিতেন। চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছিলেন তিনি। নীল বাতি লাগানো গাড়ি চেপে রক্ষী নিয়ে ঘুরতেন। বিভিন্ন রাজ্যে ওই গাড়িতে চেপে ঘুরে বেড়াতেন। পুলিশ জেনেছে, ওই রক্ষীদের ভাড়া করেছিলেন সুপ্রিয়। নিত্য বিদেশে তাঁর যাতায়াত ছিল। স্থানীয়েরা দাবি করেছেন, বাড়িতে দুর্গাপুজোয় প্রচুর লোক খাওয়াতেন। চন্দননগর পুলিশ অভিযুক্তকে শুক্রবার চন্দননগর আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে। প্রতারণা করে কত টাকা হাতিয়েছেন, এখন তা জানতে চাইছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement