Howrah Municipal Corporation

বাড়ির চাঙড় ভেঙে পড়ে আঙুল বাদ পথচারীর

গত সপ্তাহেই হাওড়ার চ্যাটার্জিহাট বাজারের কাছে একটি নির্মীয়মাণ পাঁচতলা বেআইনি বাড়ির একাংশ ধসে পড়ে জখম হয় এক ছাত্রী। সেই ঘটনার পরে হাওড়া পুরসভা থেকে ওই নির্মীয়মাণ বাড়ির কাজ বন্ধ করে দিয়ে প্রোমোটারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০৯:০৩
Share:

—প্রতীকী চিত্র।

কাজ বন্ধ থাকা একটি একতলা বাড়ির উপর থেকে কংক্রিটেরচাঙড় ভেঙে পড়ায় পথচারী এক যুবকের পায়ের আঙুল বাদ গেল। মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর বাঁ পায়ের বাকিআঙুলগুলিও। মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটেছে লিলুয়ার আনন্দনগর পূর্বপাড়ায়।

গত সপ্তাহেই হাওড়ার চ্যাটার্জিহাট বাজারের কাছে একটি নির্মীয়মাণ পাঁচতলা বেআইনি বাড়ির একাংশ ধসে পড়ে জখম হয় এক ছাত্রী। সেই ঘটনার পরে হাওড়া পুরসভা থেকে ওই নির্মীয়মাণ বাড়ির কাজ বন্ধ করে দিয়ে প্রোমোটারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, লিলুয়ার আনন্দনগর পূর্বপাড়ার বাসিন্দা, ২০ বছরের তুষার সিংহ এ দিন বিকেলে যখন কাজ সেরে বাড়িফিরছিলেন, তখন আচমকা ওই কংক্রিটের চাঙড় হুড়মুড় করে ভেঙে পড়ে তাঁর বাঁ পায়ের উপরে। সঙ্গে সঙ্গে তাঁর একটি আঙুল কেটে বাদ হয়ে যায়। আর একটিআঙুল কেটে ঝুলতে থাকে। রক্তে ভেসে যায় রাস্তা। ঘটনার পরে এলাকার লোকজনেরঅভিযোগ, বাড়িটি কোনও ছাড় না দিয়ে রাস্তা দখল করে বেআইনি ভাবে তৈরি হচ্ছে। মামলা হওয়ায় এক বছর কাজ বন্ধ হয়ে পড়ে রয়েছে। আহত যুবকের মা সুনীতাসিংহ বলেন, ‘‘আমার ছেলের সঙ্গে যা ঘটেছে, এর পরে আর কাজ করে খেতে পারবে না। আমরা তাই ওই বেআইনি বাড়িটির প্রোমোটার আর জমির মালিকের কাছে ক্ষতিপূরণ চেয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন