Roof collapsed

বলাগড়ের স্কুলে ভেঙে পড়ল ছাদের একাংশ! অল্পের জন্য রক্ষা পেল পড়ুয়ারা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতার আগে ১৯৪৬ সালে তৈরি হয়েছিল স্কুলটি। অভিযোগ, সংস্কারের অভাবে ক্রমেই ভেঙেচুরে গিয়েছে। বৃহস্পতিবার সকালে ছাদের একাংশ ভেঙে পড়ার খবর পেয়ে স্কুলে গিয়েছিলেন বলাগড়ের বিডিও এবং শিক্ষা দফতরের এসআই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৯:১৪
Share:

বলাগড়ের নিশ্চিন্তপুর জুনিয়র বেসিক স্কুলের ছাদের ভেঙে পড়া অংশ। —নিজস্ব চিত্র।

পাঁচ দিন আগেও ক্লাস হয়েছিল সেই ঘরে। বৃহস্পতিবার বলাগড়ের স্কুলের সেই ঘরেই ভেঙে পড়ল ছাদের একাংশ। মাথার উপর সেখানে খোলা আকাশ। অল্পের জন্য রক্ষা পেল পড়ুয়ারা। ঘটনা বলাগড়ের নিশ্চিন্তপুর জুনিয়র বেসিক স্কুলের। পড়ুয়া, অভিভাবকদের একাংশের অভিযোগ, সংস্কার হয়নি ঠিক মতো।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতার আগে ১৯৪৬ সালে তৈরি হয়েছিল স্কুলটি। অভিযোগ, সংস্কারের অভাবে ক্রমেই ভেঙেচুরে গিয়েছে। বৃহস্পতিবার সকালে ছাদের একাংশ ভেঙে পড়ার খবর পেয়ে স্কুলে গিয়েছিলেন বলাগড়ের বিডিও এবং শিক্ষা দফতরের এসআই। প্রধান শিক্ষক অর্ণব চক্রবর্তী জানিয়েছেন, গত কয়েক দিন ধরে বৃষ্টির কারণে ওই ঘরটিতে জল পড়ছিল। তাই ওই ঘরে কোন ক্লাস নেওয়া হচ্ছিল না। বৃহস্পতিবার স্কুল খোলার পরই ওই ঘরের ছাদের একাংশ ভেঙে পড়ে। তিনি জানিয়েছেন, সব প্রশাসনিক দফতরের কাছে স্কুলবাড়ি সংস্কারের আবেদন জানানো হয়েছে। এই বিষয়ে প্রক্রিয়া চলছে। আশ্বাস দেওয়া হয়েছে। তিনি এ-ও জানিয়েছেন, স্কুলের পড়ুয়াদের সুরক্ষা আগে।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। তাঁদের প্রশ্ন, এ রকম স্কুলবাড়িতে কী ভাবে তাঁদের সন্তানদের পড়তে পাঠাবেন? যে কোনও দিন বিপদ হতে পারে। পঞ্চম শ্রেণির এক ছাত্রী বলেন, ‘‘বর্ষার সময়ে মাথায় জল পড়ে। স্কুলে ছ’টি কক্ষের মধ্যে চারটিতেই বসা যায় না। এ রকম চললে স্কুলে আসব না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement