House Collapsed In Jagatballavpur

ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির একাংশ! জগৎবল্লভপুরে প্রাণ হারালেন গৃহকর্তা-সহ দু’জন

পুরনো বাড়ির একাংশ ভেঙে মৃত্যু হল দু’জনের। তাঁদের মধ্যে রয়েছেন বাড়ির মালিকও। ঘটনাটি হাওড়ার জগৎবল্লভপুরের নিজবালিয়া পালপাড়া এলাকার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ২০:৫৮
Share:

ভগ্নস্তূপ সরিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। —নিজস্ব চিত্র।

পুরনো বাড়ির একাংশ ভেঙে মৃত্যু হল দু’জনের। তাঁদের মধ্যে রয়েছেন বাড়ির মালিকও। ঘটনাটি হাওড়ার জগৎবল্লভপুরের নিজবালিয়া পালপাড়া এলাকার।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকাল ৪টে নাগাদ গৃহকর্তা নিরঞ্জন ঘোষ বাড়ির ভিতরেই ছিলেন। তখন পাশের গ্রামের এক জন নিরঞ্জনের কাছে খড় কিনতে যান। সেই সময় দোতলা বাড়ির ছাদ, বারান্দার একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই ব্যক্তির। ইতিমধ্যে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ।

পুলিশের একটি সূত্র বলছে, বাড়িটি প্রায় ১০০ বছরের বেশি পুরনো। দীর্ঘ দিন কোনও রক্ষণাবেক্ষণ হয়নি। বাড়ির অনেক শরিক থাকলেও তাঁরা অন্যত্র থাকেন। ৬৫ বছরের নিরঞ্জন একমাত্র স্ত্রী, পুত্রকে নিয়ে সেই বাড়িতে থাকতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিকেলে বৃদ্ধ ঘুমিয়ে ছিলেন। তখন পাশের গ্রাম দক্ষিণ শিয়ালদানদার বাসিন্দা, ৩৬ বছরের দেবা সাঁতরা নিরঞ্জনের বাড়িতে যান খড় কিনতে। ধান চাষের পর প্রচুর খড় রাখা থাকে বাড়িতে। সেগুলি বিক্রি করেন নিরঞ্জন।

Advertisement

ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে এসে দেবার সঙ্গে দরদাম করছিলেন নিরঞ্জন। তখনই ঘটে দুর্ঘটনা। দোতলার বারান্দার অনেকটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। চাপা পড়ে যান দু’জনেই। স্থানীয়রা ছুটে আসেন। আসে পুলিশ। ভগ্নস্তূপ সরিয়ে উদ্ধার করতে বেশ কিছুটা সময় চলে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন দু’জনকেই। বাড়ির বিপজনক অংশ থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement