DVC Realeased Water

ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়ানোয় উদ্বেগ

সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহকুমাশাসকের কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ০৯:১৯
Share:

প্রশাসনিক বৈঠক। নিজস্ব চিত্র।

ডিভিসি শনিবার সকাল থেকে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে সন্ধ্যায় ৮২ হাজার ৯৭৫ কিউসেক করায় ফের একবার উদ্বেগ বাড়ল আরামবাগে। কারণ, মহকুমার বাকি তিন নদ-নদীর জলস্তর কমলেও বিপদসীমার উপরে রয়েছে রূপনারায়ণ। ডিভিসি-র ছাড়া জল আজ, রবিবার মুণ্ডেশ্বরী ও দামোদর দিয়ে আরামবাগে এসে পৌঁছনোর কথা। মহকুমার সব নদ-নদীর জলই গিয়ে মেশে রূপনারায়ণে। ফলে, মুণ্ডেশ্বরী ও দামোদরের বাড়তি জল নামতে না পেরে বহু গ্রাম প্লাবিত করতে পারে বলে আশঙ্কা।

সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মহকুমাশাসকের কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। জেলাশাসক মুক্তা আর্যের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক অসীমা পাত্র, আরামবাগের সাংসদ মিতালি বাগ, তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ, বিধায়ক করবী মান্না এবং জেলা ও মহকুমার সেচ, স্বাস্থ্য, পূর্ত, জনস্বাস্থ্য, খাদ্য, কৃষি, বিদ্যুৎ-সহ সংশ্লিষ্ট সব দফতরের আধিকারিকেরা।

বৈঠক শেষে এ বারও ডিভিসি-র বিরুদ্ধে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ তুলেছেন বেচারাম। ডিভিসি সূত্রের পাল্টা দাবি, না জানিয়ে জল ছাড়ার কথা ঠিক নয়।

জেলা সেচ দফতরের নিম্ন দামোদর বিভাগের এগ্‌জ়িকিটিভ ইঞ্জিনিয়ার দেবেন্দ্রকুমার সিংহ জানান, পরিস্থিতির দিকে দফতরের নজর রয়েছে। ডিভিসি জল ছাড়ার পরিমাণ আর না বাড়ালে বিপদের আশঙ্কা নেই।

তবে, পশ্চিম মেদিনীপুরের শিলাবতী নদীর জল এসে মেশায় রূপনারায়ণের জলস্তর শনিবার বিপদসীমার (৬.৮৫ মিটার) উপরে (৬.৯ মিটার) উঠে গিয়েছে বলে ওই সেচকর্তা জানান।

পাশের জেলা হাওড়ার উদয়নারায়ণপুর এবং আমতা-২ ব্লকে ওই জলে বন্যা পরিস্থিতির আশঙ্কা নেই বলে দাবি জেলা প্রশাসনের। মন্ত্রী পুলক রায় বলেন, "ডিভিসি জল ছাড়ার পরিমাণ অতিরিক্ত না বাড়ালে চিন্তার কিছু নেই। প্রশাসন সতর্ক আছে।"

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন