Serampore Court

মারে মৃত্যু শ্রমিকের, সাত বছর সাজা সহকর্মীর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ৩০ নভেম্বর দুপুরে শ্রীরামপুরের পিয়ারাপুর এলাকায় দিল্লি রোডের ধারে একটি প্লাইউড কারখানায় কর্মীদের মধ্যে মারামারি বাধে। বছর ছাব্বিশের গৌতমকে রড দিয়ে মারে বিজু।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১৫
Share:

— প্রতীকী চিত্র।

কারখানায় মারামারির ঘটনায় এক শ্রমিকের মৃত্যুর দায়ে সহকর্মীকে ৭ বছর সশ্রম কারাদণ্ডের সাজা দিল শ্রীরামপুর আদালত। সাজাপ্রাপ্তের নাম বিজু দাস। ঘটনাটি ঘটেছিল ২০২০ সালে। নিহতের নাম গৌতম রাউথ। তাঁর বাড়ি আদতে ওড়িশার কেন্দ্রাপাড়া জেলার রাজকণিকা থানা এলাকার কান্দিপোখারিতে। কর্মসূত্রে শ্রীরামপুরে থাকতেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বছরের ৩০ নভেম্বর দুপুরে শ্রীরামপুরের পিয়ারাপুর এলাকায় দিল্লি রোডের ধারে একটি প্লাইউড কারখানায় কর্মীদের মধ্যে মারামারি বাধে। বছর ছাব্বিশের গৌতমকে রড দিয়ে মারে বিজু। গৌতমকে শ্রীরামপুরের নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যায় মারা যান।

এরপরে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ। বিজুকে গ্রেফতার করা হয়। সেই থেকে সে জেলেই রয়েছে। তার কাস্টডি ট্রায়াল (হাজতে থাকা অবস্থায় বিচার) হয়। মঙ্গলবার বিজুকে সাজা শোনান শ্রীরামপুরের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক আজম খান। মামলার তদন্তকারী অফিসার ছিলেন অনিমেষ হাজারি, সরকারি আইনজীবী সৌমাল্য ঘোষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন