Uluberia Accident

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল পুলকার! উলুবেড়িয়ায় মৃত্যু তিন স্কুলপড়ুয়ার, গুরুতর আহত দুই, আটক গাড়িচালক

স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে ফেরার পথে পুকুরে পড়ে যায় একটি পুলকার। প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে পুলকারটি পুকুরে পড়ে যায়। সোমবার দুপুর সাড়ে ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৬:৪৪
Share:

পুকুরে উল্টে যাওয়া পুলকারটি থেকে পড়ুয়াদের উদ্ধারের কাজ চলছে। — নিজস্ব চিত্র।

মর্মান্তিক দুর্ঘটনা উলুবেড়িয়ায়। স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে ফেরার পথে পুকুরে পড়ে যায় একটি পুলকার। প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে পুলকারটি পুকুরে পড়ে। দুর্ঘটনায় তিন পড়ুয়ার মৃত্যুর খবর মিলেছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুর সাড়ে ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় এক স্কুল থেকে পাঁচ জন পড়ুয়াকে নিয়ে ফিরছিল পুলকারটি। বহিরা গ্রামের কাছে পুলকারটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। পড়ুয়াদের নিয়ে সোজা পুকুরে গিয়ে পড়ে গাড়িটি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়েরা। খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে ডুবুরি নামানো হয়।

কিছু ক্ষণের চেষ্টায় পাঁচ পড়ুয়াকে উদ্ধার করে উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত পড়ুয়ারা হল শৌভিক দাস (১১), ইশিকা মণ্ডল (৭) এবং আরীন দাস (৯)। তিন জনেই ওই এলাকারই বাসিন্দা। বাকি আহত দুই পড়ুয়ার চিকিৎসা চলছে।

Advertisement

এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে রয়েছে পুলিশবাহিনী। হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানান, গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে পুলকারটি নিয়ন্ত্রণ হারাল, তা জানার চেষ্টা চলছে। যান্ত্রিক ত্রুটি, না কি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে স্থানীয়দের একাংশের দাবি, অন্য একটি গাড়ির সঙ্গে রেষারেষি করার সময়ই পুলকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement